ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫, ২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

স্বরাষ্ট্র মন্ত্রকের অনুমতিক্রমে ভারতে যেতে পারবেন বাংলাদেশিরা

ভয়েস রিপোর্ট
  • আপডেট সময় : ০৬:১৩:৪২ অপরাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১ ১৯৮ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সীমান্তে নিষেধাজ্ঞার দু’মাস পর ভারতে চিকিৎসাসেবা নিতে যেতে পারবেন কোন বাংলাদেশি। তবে, এ জন্য স্বরাষ্ট্রমন্ত্রকের অনুমতি লাগবে। নিষেধাজ্ঞা থাকাকালীন রাষ্ট্রীয় কাজে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের যাতায়াতের সুযোগ ছিল।

নিষেধাজ্ঞার মাস দু’য়েক পর সোমবার বেনাপোল বন্দর দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের সুরক্ষা সেবা বিভাগের বহিরাগমন-২ শাখার ছাড়পত্র নিয়ে মেডিক্যাল ভিসায় ভারতে গেছেন ৯ বাংলাদেশি। পাশাপাশি আরও দু’হাজার আবেদন জমা পড়ে থাকার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ভারতে করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়া এবং বাংলাদেশের সীমান্তবর্তী জেলায় ডেল্টা ভেরিয়েন্ট ছড়িয়ে পড়ার ২৬ এপ্রিল থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে বাংলাদেশ সরকার।

এক্ষেত্রে জটিল রোগে আক্রান্তরা বেশি বিপাকে পড়েন। চিকিৎসা শেষ করাতে না পেরে অনেকের অবস্থা আশঙ্কাজনক অবস্থার মুখোমুখি হতে হয়েছে। মানবিক বিষয়টি বিবেচনা করে সরকার চিকিৎসাসেবা প্রত্যাশীদের শর্তসাপেক্ষে ভারত ভ্রমণের সুযোগ দেয়। ভারত সরকারও ইতিবাচক সাড়া দিয়ে ভিসা দিচ্ছেন।

বাংলাদেশি যারা ভারত থেকে ফিরছেন তাদের বেনাপোলে ১৪ দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকার বিষয়েও ছাড় দেওয়া হয়েছে। চিকিৎসাসেবা প্রত্যাশী বাংলাদেশিদের ভারতে যাচ্ছেন, তাদের সেখানে কোয়ারেন্টনে থাকতে হচ্ছে না, সরাসরি গন্তব্যে যেতে পারছেন।

ভারত ভ্রমণের উদ্দেশ্যে বেনাপোল বন্দরে আসা বাংলাদেশি পাসপোর্ট যাত্রী পারভিন আক্তার বলেন, তার ছেলে জটিল রোগে আক্রান্ত। তিন মাস আগে একবার ভারতে গিয়েছিলেন চিকিৎসার জন্য। আবারও ডাক্তার যেতে বলেছেন।

তিনি স্বরাষ্ট্র মন্ত্রকের অনুমতি চেয়ে আবেদন করে ছাড়পত্র পান। ৭২ ঘণ্টার মধ্যে করানো পরীক্ষায় নেগেটিভ সনদসহ বিভিন্ন শর্ত পালনের প্রতিশ্রুতি দিতে হয়েছে তাকে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, বর্তমানে জটিল রোগে আক্রান্তরা স্বরাষ্ট্র মন্ত্রকের ছাড়পত্র নিয়ে ভারতে যাওয়ার সুযোগ পাচ্ছেন। বাংলাদেশি যারা ভারত থেকে ফিরছেন তারা ভারতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের বিশেষ ছাড়পত্র নিয়ে ফিরছেন। স্বরাষ্ট্র মন্ত্রকের অনুমতি থাকলে যে কেউ যেতে পারবেন বলে জানান তিনি।

ভারতে করোনা সংক্রমণ বৃদ্ধি পেলে গত বছরের ১৩ মার্চ বাংলাদেশিদের ভারত ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে ভারত সরকার। পরে করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসলে প্রায় ৮ মাস পর তিনটি শর্ত দিয়ে টুরিস্ট ভিসা বন্ধ রেখে বাংলাদেশি যাত্রীদের চিকিৎসা, ব্যবসা আর শিক্ষা গ্রহণে ভারত ভ্রমণের সুযোগ দেয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

স্বরাষ্ট্র মন্ত্রকের অনুমতিক্রমে ভারতে যেতে পারবেন বাংলাদেশিরা

আপডেট সময় : ০৬:১৩:৪২ অপরাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১

সীমান্তে নিষেধাজ্ঞার দু’মাস পর ভারতে চিকিৎসাসেবা নিতে যেতে পারবেন কোন বাংলাদেশি। তবে, এ জন্য স্বরাষ্ট্রমন্ত্রকের অনুমতি লাগবে। নিষেধাজ্ঞা থাকাকালীন রাষ্ট্রীয় কাজে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের যাতায়াতের সুযোগ ছিল।

নিষেধাজ্ঞার মাস দু’য়েক পর সোমবার বেনাপোল বন্দর দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের সুরক্ষা সেবা বিভাগের বহিরাগমন-২ শাখার ছাড়পত্র নিয়ে মেডিক্যাল ভিসায় ভারতে গেছেন ৯ বাংলাদেশি। পাশাপাশি আরও দু’হাজার আবেদন জমা পড়ে থাকার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ভারতে করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়া এবং বাংলাদেশের সীমান্তবর্তী জেলায় ডেল্টা ভেরিয়েন্ট ছড়িয়ে পড়ার ২৬ এপ্রিল থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে বাংলাদেশ সরকার।

এক্ষেত্রে জটিল রোগে আক্রান্তরা বেশি বিপাকে পড়েন। চিকিৎসা শেষ করাতে না পেরে অনেকের অবস্থা আশঙ্কাজনক অবস্থার মুখোমুখি হতে হয়েছে। মানবিক বিষয়টি বিবেচনা করে সরকার চিকিৎসাসেবা প্রত্যাশীদের শর্তসাপেক্ষে ভারত ভ্রমণের সুযোগ দেয়। ভারত সরকারও ইতিবাচক সাড়া দিয়ে ভিসা দিচ্ছেন।

বাংলাদেশি যারা ভারত থেকে ফিরছেন তাদের বেনাপোলে ১৪ দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকার বিষয়েও ছাড় দেওয়া হয়েছে। চিকিৎসাসেবা প্রত্যাশী বাংলাদেশিদের ভারতে যাচ্ছেন, তাদের সেখানে কোয়ারেন্টনে থাকতে হচ্ছে না, সরাসরি গন্তব্যে যেতে পারছেন।

ভারত ভ্রমণের উদ্দেশ্যে বেনাপোল বন্দরে আসা বাংলাদেশি পাসপোর্ট যাত্রী পারভিন আক্তার বলেন, তার ছেলে জটিল রোগে আক্রান্ত। তিন মাস আগে একবার ভারতে গিয়েছিলেন চিকিৎসার জন্য। আবারও ডাক্তার যেতে বলেছেন।

তিনি স্বরাষ্ট্র মন্ত্রকের অনুমতি চেয়ে আবেদন করে ছাড়পত্র পান। ৭২ ঘণ্টার মধ্যে করানো পরীক্ষায় নেগেটিভ সনদসহ বিভিন্ন শর্ত পালনের প্রতিশ্রুতি দিতে হয়েছে তাকে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, বর্তমানে জটিল রোগে আক্রান্তরা স্বরাষ্ট্র মন্ত্রকের ছাড়পত্র নিয়ে ভারতে যাওয়ার সুযোগ পাচ্ছেন। বাংলাদেশি যারা ভারত থেকে ফিরছেন তারা ভারতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের বিশেষ ছাড়পত্র নিয়ে ফিরছেন। স্বরাষ্ট্র মন্ত্রকের অনুমতি থাকলে যে কেউ যেতে পারবেন বলে জানান তিনি।

ভারতে করোনা সংক্রমণ বৃদ্ধি পেলে গত বছরের ১৩ মার্চ বাংলাদেশিদের ভারত ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে ভারত সরকার। পরে করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসলে প্রায় ৮ মাস পর তিনটি শর্ত দিয়ে টুরিস্ট ভিসা বন্ধ রেখে বাংলাদেশি যাত্রীদের চিকিৎসা, ব্যবসা আর শিক্ষা গ্রহণে ভারত ভ্রমণের সুযোগ দেয়।