বাংলাদেশে টিকা নিয়ে কোন সংকট থাকবেনা জানালেন বিদেশমন্ত্রী

- আপডেট সময় : ০৬:৩৪:৩২ অপরাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১ ২০০ বার পড়া হয়েছে
বাংলাদেশে করোনার টিকার যে সংকট মাথা উচু করে বাধার সৃষ্টি করেছিলো তা আর থাকছেন না। আগামীতে করোনার টিকা আর কোন সংকট হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী
ড. এ কে আব্দুল মোমেন। এরই মধ্যে বিভিন্ন দেশ থেকে একের পর এক টিকার চালান এসে পৌছাছে বাংলাদেশে।
এরই ধারাবাহিকতায় শনিবারজাপান থেকে ঢাকায় অ্যাস্ট্রাজেনেকার ২ লাখ ৪৫ হাজার ২০০ ডোজ টিকা পৌঁছাল। টিকা গ্রহণের পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সাংবাদিক
বৈঠকে একথা জানান বিদেশমন্ত্রী ড. মোমেন। কোভ্যাক্সের আওতায় ৩০ লাখ ৫০ হাজার অ্যাস্ট্রেজেনেকার টিকা দিচ্ছে জাপান। পরবর্তী চালান এসে পৌছাবে আগামী শুক্রবার।
শনিবার বিকাল নাগাদ জাপান থেকে করোনাভাইরাস প্রতিরোধী টিকার ২ লাখ ৪৫ হাজার ২০০টি ডোজ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছে। বিমানবন্দরে টিকাগুলো গ্রহণ করেন বিদেশ মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, বিদেশ সচিব মাসুদ বিন মোমেন ও ঢাকায়
নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। বাংলাদেশকে ৩০ লাখ টিকা দেওয়ার যে ঘোষণা দিয়েছে জাপান তারই মধ্য থেকে প্রথম চালানে শনিবার আসলো ২ লাখ ৪৫ হাজার ২০০টি ডোজ টিকা এসেছে।

বিমানবন্দরে যৌথ সাংবাদিক বৈঠকে জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি জানালেন, চলতি মাসের মধ্যেই আরও ২৮ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা বাংলাদেশে পৌঁছাবে।
অন্যদিকে বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিছেন, করোনা সংক্রমণ
মোকাবিলায় বাংলাদেশ ২১ কোটি ডোজ ভ্যাকসিনের ব্যবস্থা করেছে। তিনি বলেন, সকল মানুষের
জন্য টিকা নিশ্চিতে সরকারের অব্যাহত চেষ্টার কোন ঘাটতি নেই।