ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

গরিবের বন্ধু শেখ হাসিনা বিদেশমন্ত্রী

ভয়েস রিপোর্ট
  • আপডেট সময় : ১০:১১:০৪ অপরাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১ ১০৪ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গরিবের বন্ধু উল্লেখ করে বিদেশমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, এ বছর সামাজিক নিরাপত্তা খাতে ১ লাখ ৭ হাজার ৬১৪ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। যা বাজেটের প্রায় ১৭ দশমিক ৪ শতাংশ। স্বেচ্ছাধীন তহবিল থেকে তার নির্বাচনী এলাকা সিলেটে উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে একথা বলেন। সোমবার বিদেশমন্ত্রক এ তথ্য জানায়।

১০ হাজার টাকা করে ৩৫ জনের মধ্যে ৩ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করেন বিদেশমন্ত্রী। এর আগে ৬ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। আর গত ২ বছরে এ তহবিল থেকে ২০ লাখ টাকা বিতরণ করা হয়। ড. মোমেন বলেন, সিলেটে জমিহীন, গৃহহীনদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বাড়ি বিতরণ করা হয়েছে। যারা এখনো পাননি তাদের পর্যায়ক্রমে দেওয়া হবে।

‘বয়স্কভাতা, বিধবাভাতা, প্রতিবন্ধী ভাতা এবং ভিজিএফ কার্ডের সুবিধাভোগ করছে শেখ হাসিনার সময় থেকে। মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ৫ হাজার টাকা দিয়ে শুরু হলেও প্রধানমন্ত্রীর নির্দেশে তা বাড়িয়ে প্রত্যেক মুক্তিযোদ্ধার জন্য প্রতি মাসে ২০ হাজার করা হয়েছে।

ড. মোমেন বলেন, করোনার মধ্যেও আমাদের স্থানীয় বাজার যথেষ্ঠ চাঙ্গা রয়েছে। প্রতিবেশী দেশের তুলনায় অর্থনৈতিক ক্ষেত্রে আমরা এগিয়ে যাচ্ছি। এভাবে এগিয়ে গেলে আমরা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা, একটি উন্নত, সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলা সম্ভব।

বিদেশমন্ত্রী বলেন, জনগণ আওয়ামী লীগ সরকারকে তৃতীয়বার নির্বাচিত করায় আমরা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করতে পেরেছি। এছাড়া উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করেছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published.

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গরিবের বন্ধু শেখ হাসিনা বিদেশমন্ত্রী

আপডেট সময় : ১০:১১:০৪ অপরাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গরিবের বন্ধু উল্লেখ করে বিদেশমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, এ বছর সামাজিক নিরাপত্তা খাতে ১ লাখ ৭ হাজার ৬১৪ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। যা বাজেটের প্রায় ১৭ দশমিক ৪ শতাংশ। স্বেচ্ছাধীন তহবিল থেকে তার নির্বাচনী এলাকা সিলেটে উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে একথা বলেন। সোমবার বিদেশমন্ত্রক এ তথ্য জানায়।

১০ হাজার টাকা করে ৩৫ জনের মধ্যে ৩ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করেন বিদেশমন্ত্রী। এর আগে ৬ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। আর গত ২ বছরে এ তহবিল থেকে ২০ লাখ টাকা বিতরণ করা হয়। ড. মোমেন বলেন, সিলেটে জমিহীন, গৃহহীনদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বাড়ি বিতরণ করা হয়েছে। যারা এখনো পাননি তাদের পর্যায়ক্রমে দেওয়া হবে।

‘বয়স্কভাতা, বিধবাভাতা, প্রতিবন্ধী ভাতা এবং ভিজিএফ কার্ডের সুবিধাভোগ করছে শেখ হাসিনার সময় থেকে। মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ৫ হাজার টাকা দিয়ে শুরু হলেও প্রধানমন্ত্রীর নির্দেশে তা বাড়িয়ে প্রত্যেক মুক্তিযোদ্ধার জন্য প্রতি মাসে ২০ হাজার করা হয়েছে।

ড. মোমেন বলেন, করোনার মধ্যেও আমাদের স্থানীয় বাজার যথেষ্ঠ চাঙ্গা রয়েছে। প্রতিবেশী দেশের তুলনায় অর্থনৈতিক ক্ষেত্রে আমরা এগিয়ে যাচ্ছি। এভাবে এগিয়ে গেলে আমরা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা, একটি উন্নত, সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলা সম্ভব।

বিদেশমন্ত্রী বলেন, জনগণ আওয়ামী লীগ সরকারকে তৃতীয়বার নির্বাচিত করায় আমরা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করতে পেরেছি। এছাড়া উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করেছি।