সংবাদ শিরোনাম ::
চীনের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্যারিসে বিক্ষোভ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:২৬:০২ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০ ৫০০ বার পড়া হয়েছে
ভয়েস ডিজিটাল ডেস্ক
চীনের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ফ্রান্সের প্যারিসে তিন শতাধিক মানুষ বিক্ষোভ করেছে। গত ১ অক্টোবর আইফেল টাওয়ারের কাছে ট্রোকাডারো স্কয়ারে চীনা কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে কয়েকটি গ্রুপ বিক্ষোভ প্রদর্শন করে। প্রতিবাদে অংশ নেওয়া দলগুলোর মধ্যে ছিল তিব্বত এ্যাসোসিয়েশনস, উইঘুর এ্যাসোসিয়েশনস অব ফ্রান্স, সাউথ মঙ্গোলিয়ান্স, ফালাং গং, হংকং ভিন্নমতাবলন্বী ও তাইয়ানীরা। দলগুলো বিশ্বনেতাদের প্রতি চীনকে প্রতিহত করার আহ্বান জানান।
প্রতিটি দলের মধ্যে ছিল ব্যানার, পতাকা। সেইসঙ্গে তারা চীন বিরোধী স্লাগান দিচ্ছিল। দলের নেতারা আন্তর্জাতিক অঙ্গনের কাছে চীনের বিরুদ্ধে তাদের সংগ্রামকে সমর্থন করার আহ্বান জানান। বিক্ষোভকারীরা ফ্রি হংকং নামে প্ল্যাকার্ড নিয়ে আসছিল, অনেকে মুখে পড়েছিল ফ্রি তিব্বত নামে মাস্ক। প্রায় তিন ঘণ্টাব্যাপী চলে এই বিক্ষোভ।