ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

নরেন্দ্র মোদীর জন্মদিনে এক কোটি ছাড়াল দৈনিক টিকাকরণ, এক মাসের কম সময়ে চতুর্থবার

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৪:২৩:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১ ১৮৪ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি সংগ্রহ

‘২১ জুন একদিনে সর্বোচ্চ ৮৮ লাখ ৯ হাজার টিকাদানের নতুন রেকর্ড গড়েছিল ভারত। এরপর ২৭ আগস্ট বিশ্বে প্রথমবার কোনো দেশে একদিনে ১ কোটির বেশি টিকা দেওয়ার রেকর্ড গড়ে দেশটি। মোদির জন্মদিনে সেই রেকর্ডও ছাপিয়ে যাওয়া লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছে’

দেশের প্রধানমন্ত্রীর জন্মদিন দিনটি জাতির কাছে অনুকরনীয় বা স্মারক হিসেবে ধরে রাখতে উদ্যোগটা আগে থেকেই ছিলো। আর যে দিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৭১’র পা রাখলেন, সেদিন তো একটা অনুকরণীয় ঘটনা হতেই পারে।

শুক্রবার প্রধানমন্ত্রীর ৭১তম জন্মদিনে আগাম পরিকল্পনা মাফিক এদিনে টিকাকরণের বিষয়টি গোটা বিশ্বকে তআক লাগিয়ে দিয়ে ১ কোটি লক্ষ্যমাত্রা ছুঁয়ে ফেলল কেন্দ্রীয় সরকার।

এক মাসেরও কম সময়ে এই নিয়ে চতুর্থ বার এক কোটির গণ্ডি পেরোল দৈনিক টিকাকরণের সংখ্যা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনটিকে ‘ঐতিহাসিক’ করে তুলতে উদ্যোগ নেওয়া হয়েছিল দেশজুড়ে সর্বাধিক করোনা টিকাকরণের রেকর্ড গড়ার। সারা দেশে ২ কোটি নাগরিককে টিকা দেওয়ার লক্ষ্য স্থির হয়েছে এ দিন।

ন্যাশনাল হেলথ অথরিটির প্রধান আর এস শর্মা টুইটারে লেখেন, ‘কোভিডের বিরুদ্ধে টিকাকরণের নিরলস প্রচেষ্টাকে উদযাপন করে, আমরা প্রতি মিনিট বা ৭০ সেকেন্ডে ৪২ হাজার মানুষকে টিকা দিচ্ছি’।

এ দিনের বৈঠকে প্রধানমন্ত্রী মোদি রুপে কার্ড, ইউপিআই এবং কো-উইনের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, “আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানোর জন্য ইউপিআই এবং রুপে কার্ডের মতো প্রযুক্তি হোক,

অথবা আরোগ্য-সেতু এবং কো-উইনের মতো ডিজিটাল প্ল্যাটফর্ম, আমরা কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে স্বেচ্ছায় অন্য দেশের সঙ্গে সব কিছুই ভাগ করে নিয়েছি”।

এই বৈঠকে ভারত আঞ্চলিক নিরাপত্তা, বিশেষ করে আফগানিস্তানের রাজনৈতিক পরিস্থিতি, করোনা মহামারির প্রভাব, এসসিও-র সদস্য সংখ্যা বৃদ্ধি এবং বহুপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা প্রসার নিয়ে আলোচনা করবে।

এ দিনের টিকাকরণ কর্মসূচিকে লক্ষ্যে পৌঁছাতে উদ্যোগী হয়েছে বিজেপি। বিজেপিশাসিত রাজ্যগুলিতে দলের বুথকর্মীরাও টিকাকরণের কাজে সাহায্য করছেন, যাতে সবচেয়ে বেশি সংখ্যক মানুষকে টিকা দেওয়া যায়।

Dr. RS Sharma
@rssharma3
Celebrating the relentless efforts of India’s vaccinators against COVID-19, we have added a ticker to show vaccinations happening in near real-time. We are currently clocking over 42,000 vaccinations/minute or 700/second. Check new feature – cowin.gov.in #VaccineSeva

বেলা ১টা পর্যন্ত পাওয়া পরিসংখ্যান অনুয়ায়ী জানা গিয়েছে, দেশজুড়ে ৯৪ লক্ষের বেশি মানুষকে টিকা দেওয়া হয়েছে। মোদি’র নিজের রাজ্য গুজরাতে কোভিড টিকার ৫ লক্ষের অধিক ডোজ দেওয়া হয়েছে। গত সাত দিনের মধ্যে যা সর্বোচ্চ।

পাশাপাশি দুপুর পর্যন্ত বিহারে দেওয়া হয়েছে ৭ দশমিক ৩ লক্ষ ডোজ, মধ্যপ্রদেশেও ৫ লক্ষের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। সময় শেষে কত হবে, তা জানা যাবে পরে। তবে, ফলে আগের সব পরিসংখ্যানকে পিছনে ফেলতে পারে এ দিনের টিকাকরণ।

উল্লেখ্য, গত ২১ জুন একদিনে সর্বোচ্চ ৮৮ লাখ ৯ হাজার টিকাদানের নতুন রেকর্ড গড়েছিল ভারত। এরপর ২৭ আগস্ট বিশ্বে প্রথমবার কোনো দেশে একদিনে ১ কোটির বেশি টিকা দেওয়ার রেকর্ড গড়ে দেশটি। মোদির জন্মদিনে সেই রেকর্ডও ছাপিয়ে যাওয়া লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published.

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নরেন্দ্র মোদীর জন্মদিনে এক কোটি ছাড়াল দৈনিক টিকাকরণ, এক মাসের কম সময়ে চতুর্থবার

আপডেট সময় : ০৪:২৩:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১

ছবি সংগ্রহ

‘২১ জুন একদিনে সর্বোচ্চ ৮৮ লাখ ৯ হাজার টিকাদানের নতুন রেকর্ড গড়েছিল ভারত। এরপর ২৭ আগস্ট বিশ্বে প্রথমবার কোনো দেশে একদিনে ১ কোটির বেশি টিকা দেওয়ার রেকর্ড গড়ে দেশটি। মোদির জন্মদিনে সেই রেকর্ডও ছাপিয়ে যাওয়া লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছে’

দেশের প্রধানমন্ত্রীর জন্মদিন দিনটি জাতির কাছে অনুকরনীয় বা স্মারক হিসেবে ধরে রাখতে উদ্যোগটা আগে থেকেই ছিলো। আর যে দিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৭১’র পা রাখলেন, সেদিন তো একটা অনুকরণীয় ঘটনা হতেই পারে।

শুক্রবার প্রধানমন্ত্রীর ৭১তম জন্মদিনে আগাম পরিকল্পনা মাফিক এদিনে টিকাকরণের বিষয়টি গোটা বিশ্বকে তআক লাগিয়ে দিয়ে ১ কোটি লক্ষ্যমাত্রা ছুঁয়ে ফেলল কেন্দ্রীয় সরকার।

এক মাসেরও কম সময়ে এই নিয়ে চতুর্থ বার এক কোটির গণ্ডি পেরোল দৈনিক টিকাকরণের সংখ্যা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনটিকে ‘ঐতিহাসিক’ করে তুলতে উদ্যোগ নেওয়া হয়েছিল দেশজুড়ে সর্বাধিক করোনা টিকাকরণের রেকর্ড গড়ার। সারা দেশে ২ কোটি নাগরিককে টিকা দেওয়ার লক্ষ্য স্থির হয়েছে এ দিন।

ন্যাশনাল হেলথ অথরিটির প্রধান আর এস শর্মা টুইটারে লেখেন, ‘কোভিডের বিরুদ্ধে টিকাকরণের নিরলস প্রচেষ্টাকে উদযাপন করে, আমরা প্রতি মিনিট বা ৭০ সেকেন্ডে ৪২ হাজার মানুষকে টিকা দিচ্ছি’।

এ দিনের বৈঠকে প্রধানমন্ত্রী মোদি রুপে কার্ড, ইউপিআই এবং কো-উইনের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, “আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানোর জন্য ইউপিআই এবং রুপে কার্ডের মতো প্রযুক্তি হোক,

অথবা আরোগ্য-সেতু এবং কো-উইনের মতো ডিজিটাল প্ল্যাটফর্ম, আমরা কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে স্বেচ্ছায় অন্য দেশের সঙ্গে সব কিছুই ভাগ করে নিয়েছি”।

এই বৈঠকে ভারত আঞ্চলিক নিরাপত্তা, বিশেষ করে আফগানিস্তানের রাজনৈতিক পরিস্থিতি, করোনা মহামারির প্রভাব, এসসিও-র সদস্য সংখ্যা বৃদ্ধি এবং বহুপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা প্রসার নিয়ে আলোচনা করবে।

এ দিনের টিকাকরণ কর্মসূচিকে লক্ষ্যে পৌঁছাতে উদ্যোগী হয়েছে বিজেপি। বিজেপিশাসিত রাজ্যগুলিতে দলের বুথকর্মীরাও টিকাকরণের কাজে সাহায্য করছেন, যাতে সবচেয়ে বেশি সংখ্যক মানুষকে টিকা দেওয়া যায়।

Dr. RS Sharma
@rssharma3
Celebrating the relentless efforts of India’s vaccinators against COVID-19, we have added a ticker to show vaccinations happening in near real-time. We are currently clocking over 42,000 vaccinations/minute or 700/second. Check new feature – cowin.gov.in #VaccineSeva

বেলা ১টা পর্যন্ত পাওয়া পরিসংখ্যান অনুয়ায়ী জানা গিয়েছে, দেশজুড়ে ৯৪ লক্ষের বেশি মানুষকে টিকা দেওয়া হয়েছে। মোদি’র নিজের রাজ্য গুজরাতে কোভিড টিকার ৫ লক্ষের অধিক ডোজ দেওয়া হয়েছে। গত সাত দিনের মধ্যে যা সর্বোচ্চ।

পাশাপাশি দুপুর পর্যন্ত বিহারে দেওয়া হয়েছে ৭ দশমিক ৩ লক্ষ ডোজ, মধ্যপ্রদেশেও ৫ লক্ষের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। সময় শেষে কত হবে, তা জানা যাবে পরে। তবে, ফলে আগের সব পরিসংখ্যানকে পিছনে ফেলতে পারে এ দিনের টিকাকরণ।

উল্লেখ্য, গত ২১ জুন একদিনে সর্বোচ্চ ৮৮ লাখ ৯ হাজার টিকাদানের নতুন রেকর্ড গড়েছিল ভারত। এরপর ২৭ আগস্ট বিশ্বে প্রথমবার কোনো দেশে একদিনে ১ কোটির বেশি টিকা দেওয়ার রেকর্ড গড়ে দেশটি। মোদির জন্মদিনে সেই রেকর্ডও ছাপিয়ে যাওয়া লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছে।