দীর্ঘ লাইনে দাঁড়ানোর দিন অতীত, ঘরেই করে নিন করোনা টেস্ট!

- আপডেট সময় : ০৬:১২:০০ অপরাহ্ন, শুক্রবার, ২১ মে ২০২১ ২৮৬ বার পড়া হয়েছে
করোনা মোড়ানো এই দুঃসময়ে চারিদিকে কেমন একটা ঘুমোট অস্থিরতা। অপনার মনের মধ্যেও আশান্তি। কোন উপসর্গ নয়তো? এমনটা ভাবতেও গা শিউরে ওঠে। ছেড়ে ফেলুন সব।
টেস্ট করানোর দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকার প্রয়োজন হবে না। বাড়িতে বসেই করে ফেলুন মারণভাইরাস টেস্ট। আর তাতে বড়জোড় মিনিট পনেরো অপেক্ষা। ব্যস, জানতে পারবেন আপনার অবস্থা।
ভারতের পুণের মাই ল্যাব ডিসকভারি সল্যুশন নিয়ে এসেছে কোভিড কিট ‘কোভি সেল্ফ’। যার দ্বারা পরীক্ষার সময় লাগবে মাত্র ২ মিনিট। যদি রেজাল্ট পজিটিভ হয়, তবে জানতে পারবেন ৫ মিনিটের মধ্যেই।
আর নেগেটিভ হলে জানা যাবে ১৫ মিনিটেই। এই কিট খোলা বাজারে বিক্রি করার জন্য সবুজ সংকেত দিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)।
আশা করা হচ্ছে, তিন-চার দিনের মধ্যেই ভারতের বাজারে অনলাইনে পাওয়া যাবে এই কিট। আর মিলবে প্রায় ৯০ শতাংশ এলাকায়। পাশাপাশি দেশের প্রায় ৭০০টি দোকানে মিলবে কোভি সেল্ফ। দামটাও সাধ্যের মধ্যে, মাত্র ২৫০ টাকা।