ঢাকা ০৬:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ২৮ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

আত্মরক্ষায় পাকিস্তানের সংখ্যালঘু হাজারা জাতিগোষ্ঠীর নারীরা কারাতে শিখছেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৬:৩২ অপরাহ্ন, শনিবার, ১০ এপ্রিল ২০২১ ২১৫ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কারাতে শিখছেন এক হাজারা নারী ছবি: সংগ্রহ

ভয়েস ডিজিটাল ডেস্ক

দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক সহিংসতার শিকার পাকিস্তানের সংখ্যালঘু হাজারা জাতিগোষ্ঠী। তাদের মধ্যে সবচেয়ে বেশি নিপীড়নের শিকার হন তাদের নারীরা। এ কারণে, আত্মরক্ষায় কারাতে শিখছেন তারা। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন এখবর দিয়েছে।

তাতে বলা হয়েছে, কোয়েটা শহরের দক্ষিণ-পশ্চিমে দু’টি এলাকায় বসবাসরত শিয়া মুসলিম গোষ্ঠীটি কয়েক দশক ধরে সাম্প্রদায়িক হামলার শিকার হয়ে আসছেন। তাদের নিরাপত্তায় এলাকা দু’টিতে আলাদা চেকপোস্ট ও সশস্ত্র নিরাপত্তা বাহিনী বসানো হয়েছে।

হাজারা নারীরা সেখানে সব সময় হেনস্তার শিকার হয়ে আসছেন। বিশেষ করে গণপরিবহন ও বাজারে ভিড়ের মধ্যে পুরুষদের দ্বারা তারা হেনস্তার শিকার হন। ফলে নিজেদের সুরক্ষায় কারাতে শিখছেন কয়েকশ হাজারা তরুণী।

আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে ২০ বছর বয়সী নার্গিস বাতুল বলেন, কারাতে দিয়ে আমরা বোমা হামলা প্রতিহত করতে পারব না, কিন্তু আত্মরক্ষা করতে পারবো। নিজের আত্মবিশ্বাস বাড়াতে এটি আমি শিখেছি।

তিনি বলেন, এখানে সবাই জানে আমি কারাতে ক্লাবে যাই। ফলে আমি যখন বাইরে বের হই, আমাকে কেউ কটূক্তি করার সাহস পায় না।

বেলুচিস্তান ওশু কুং ফু অ্যাসোসিয়েশনের প্রধান ইসহাক আলী জানান, বেলুচিস্তানের ২৫টির বেশি ক্লাবের নিয়মিত ক্লাসে চার হাজারের বেশি মানুষ কারাতে শিখছে। শহরের বড় দু’টি একাডেমি জানায়, তাদের কাছে আড়াইশ জন করে মানুষ কারাতে শিখছেন, যাদের মধ্যে অধিকাংশই হাজারা তরুণী।

পাকিস্তানের অনেক পরিবারে মেয়েদের খেলাধুলা করার অনুমতি দেওয়া হয় না। তবে কারাতে প্রশিক্ষক ফিদা হুসাইন কাজমি বলেন, আমাদের সমাজে মেয়েরা সাধারণত ক্রীড়া অনুশীলনের সুযোগ পায় না। কিন্তু আত্মরক্ষার জন্য কারাতে অনুশীলনে পরিবারগুলো তাদের বাধা দেয় না।

গত কয়েক বছরে কয়েকশ নারীকে কারাতে শিখিয়েছেন কাজমি। লাহোরে এক চীনা প্রশিক্ষকের কাছে তিনি কারাতে প্রশিক্ষণ নেন। হাজারা নারীদের কারাতে শেখার অনুপ্রেরণায় আছেন নার্গিস হাজারা ও কুলসুম হাজারা। এ দুই নারী কারাতের আন্তর্জাতিক আসরে পাকিস্তানের হয়ে পদক জিতেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আত্মরক্ষায় পাকিস্তানের সংখ্যালঘু হাজারা জাতিগোষ্ঠীর নারীরা কারাতে শিখছেন

আপডেট সময় : ০৬:৫৬:৩২ অপরাহ্ন, শনিবার, ১০ এপ্রিল ২০২১

কারাতে শিখছেন এক হাজারা নারী ছবি: সংগ্রহ

ভয়েস ডিজিটাল ডেস্ক

দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক সহিংসতার শিকার পাকিস্তানের সংখ্যালঘু হাজারা জাতিগোষ্ঠী। তাদের মধ্যে সবচেয়ে বেশি নিপীড়নের শিকার হন তাদের নারীরা। এ কারণে, আত্মরক্ষায় কারাতে শিখছেন তারা। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন এখবর দিয়েছে।

তাতে বলা হয়েছে, কোয়েটা শহরের দক্ষিণ-পশ্চিমে দু’টি এলাকায় বসবাসরত শিয়া মুসলিম গোষ্ঠীটি কয়েক দশক ধরে সাম্প্রদায়িক হামলার শিকার হয়ে আসছেন। তাদের নিরাপত্তায় এলাকা দু’টিতে আলাদা চেকপোস্ট ও সশস্ত্র নিরাপত্তা বাহিনী বসানো হয়েছে।

হাজারা নারীরা সেখানে সব সময় হেনস্তার শিকার হয়ে আসছেন। বিশেষ করে গণপরিবহন ও বাজারে ভিড়ের মধ্যে পুরুষদের দ্বারা তারা হেনস্তার শিকার হন। ফলে নিজেদের সুরক্ষায় কারাতে শিখছেন কয়েকশ হাজারা তরুণী।

আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে ২০ বছর বয়সী নার্গিস বাতুল বলেন, কারাতে দিয়ে আমরা বোমা হামলা প্রতিহত করতে পারব না, কিন্তু আত্মরক্ষা করতে পারবো। নিজের আত্মবিশ্বাস বাড়াতে এটি আমি শিখেছি।

তিনি বলেন, এখানে সবাই জানে আমি কারাতে ক্লাবে যাই। ফলে আমি যখন বাইরে বের হই, আমাকে কেউ কটূক্তি করার সাহস পায় না।

বেলুচিস্তান ওশু কুং ফু অ্যাসোসিয়েশনের প্রধান ইসহাক আলী জানান, বেলুচিস্তানের ২৫টির বেশি ক্লাবের নিয়মিত ক্লাসে চার হাজারের বেশি মানুষ কারাতে শিখছে। শহরের বড় দু’টি একাডেমি জানায়, তাদের কাছে আড়াইশ জন করে মানুষ কারাতে শিখছেন, যাদের মধ্যে অধিকাংশই হাজারা তরুণী।

পাকিস্তানের অনেক পরিবারে মেয়েদের খেলাধুলা করার অনুমতি দেওয়া হয় না। তবে কারাতে প্রশিক্ষক ফিদা হুসাইন কাজমি বলেন, আমাদের সমাজে মেয়েরা সাধারণত ক্রীড়া অনুশীলনের সুযোগ পায় না। কিন্তু আত্মরক্ষার জন্য কারাতে অনুশীলনে পরিবারগুলো তাদের বাধা দেয় না।

গত কয়েক বছরে কয়েকশ নারীকে কারাতে শিখিয়েছেন কাজমি। লাহোরে এক চীনা প্রশিক্ষকের কাছে তিনি কারাতে প্রশিক্ষণ নেন। হাজারা নারীদের কারাতে শেখার অনুপ্রেরণায় আছেন নার্গিস হাজারা ও কুলসুম হাজারা। এ দুই নারী কারাতের আন্তর্জাতিক আসরে পাকিস্তানের হয়ে পদক জিতেছেন।