ভারত ছাড়াসহ অন্য দেশ থেকে টিকা আনার উদ্যোগ
- আপডেট সময় : ০৮:২০:৫৭ অপরাহ্ন, বুধবার, ২১ এপ্রিল ২০২১ ২০৯ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
বাংলাদেশে টিকা নিয়ে কোন সংশন নেই। ভারতসহ অন্যান্য দেশ থেকেও করোনার টিকা আনার উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষকে স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রথম থেকেই সচেষ্ট ছিলেন। সেই কারণে করোনা মহামারি মোকাবিলা ও জনগণকে করোনা ভ্যাকসিন দেয়ার ক্ষেত্রে বাংলাদেশ অনেক উন্নত দেশের তুলনায় এগিয়ে রয়েছে।
তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শুধুমাত্র ভারতে উৎপাদিত অক্সফোর্ডের টিকা ছাড়াও অন্যান্য দেশ থেকে টিকা আনার উদ্যোগ নিয়েছেন।
বুধবার সচিবালয় ক্লিনিকে করোনার টিকার দ্বিতীয় ডোজ গ্রহণের পর একথা জানান তথ্য্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা মহামারির মধ্যে মানুষকে স্বাস্থ্যসুরক্ষা দেয়ার জন্য প্রথম থেকেই সচেষ্ট ছিলেন।
এরই মধ্যে প্রায় ১৭ লক্ষ মানুষ করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন। শুধুমাত্র ভারতে উৎপাদিত অক্সফোর্ডের টিকা নয়, অন্যান্য দেশ থেকেও টিকা আনার জন্য উদ্যোগ গ্রহণ করেছেন শেখ হাসিনা।
এসময় সংবাদমাধ্যমকে ধন্যবাদ জানিয়ে মন্ত্রী বলেন, গুজব প্রতিরোধে আপনারা সব সময়েই সচেষ্ট ছিলেন। নানা ধরণের গুজব রটনার অপচেষ্টার বিরুদ্ধে সংবাদমাধ্যমকে সোচ্চার থাকতে হবে।