ঢাকা ১০:১২ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ৩০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

জেলা প্রকাশকের অপেক্ষায় কনকনে শীতে সাড়ে ৩ ঘণ্টা

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৪০:১৭ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫ ৪৭ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

যশোর জেলা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনের কথা ছিল জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলামের। তিনি আসবেন সেই অপেক্ষায় শতাধিক শিশুকে কনকনে শীতে সাড়ে ৩ ঘণ্টা দাঁড়িয়ে রাখা হলো। আর হাড় কাপানো শীতে জার্সি পরে অপেক্ষা করতে হয়েছে, প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে আসা শতাধিক শিশুকে।

এ নিয়ে শিক্ষক-অভিভাবকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই ঘটনা রোববার যশোর সদর উপজেলার বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

আয়োজক ও একাধিক শিক্ষক-শিক্ষার্থী জানায়, সকাল ১০টায় যশোর জেলা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনের কথা ছিল জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম। সকাল ৮টা থেকে জেলার বিভিন্ন বিদ্যালয় থেকে শিক্ষার্থীরা আসতে শুরু করে। এরপর জার্সি পরে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকেন শিক্ষার্থী-শিক্ষকরা।

শীত ও কুয়াশার মধ্যে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে থাকতে ক্ষুব্ধ হয়ে ওঠেন শিক্ষক-শিক্ষার্থীরা। বেলা ১১টা ২০ মিনিটের দিকে জেলা প্রশাসক অনুষ্ঠানস্থলে পৌঁছান। পরে বেলুন উড়িয়ে তিনি টুর্নামেন্টের উদ্বোধন করেন।

দাঁড়িয়ে থাকা কয়েকজন শিক্ষার্থীরা জানায়, ভোরে বাসে ওঠেছি। ৮টার দিকে মাঠে পৌঁছেছি। তখন থেকে জার্সি পরে দাঁড়িয়ে রয়েছি। মাইকে কিছুক্ষণ পরপর স্যাররা বলছেন, একটু পরেই ডিসি স্যার আসবেন, তিনি এসে টুর্নামেন্টের উদ্বোধন করবেন।

খেলার মাঠে উপস্থিত একজন শিক্ষক জানান, শীতে শিশুরা কাবু হয়ে পড়েছে। ১০টায় উদ্বোধন হবে বলে ৮টায় এসেছি। কিন্তু যথা সময়ে খেলার শুরু হয়নি। প্রায় দুই ঘণ্টার বেশি সময় শীতে কষ্ট পেয়েছে বাচ্চারা।

টুর্নামেন্টের আয়োজক জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম বলেন, শীত উপেক্ষা করে সকাল থেকে শিক্ষার্থীরা মাঠে এসেছে। তবে শীত ও কুয়াশার কারণে কিছুই দেখা যাচ্ছিল না। এজন্য নির্ধারিত সময়ে উদ্বোধন সম্ভব হয়নি। আর মাঠে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার বিষয়টিও সঠিক নয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জেলা প্রকাশকের অপেক্ষায় কনকনে শীতে সাড়ে ৩ ঘণ্টা

আপডেট সময় : ০৯:৪০:১৭ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫

 

যশোর জেলা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনের কথা ছিল জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলামের। তিনি আসবেন সেই অপেক্ষায় শতাধিক শিশুকে কনকনে শীতে সাড়ে ৩ ঘণ্টা দাঁড়িয়ে রাখা হলো। আর হাড় কাপানো শীতে জার্সি পরে অপেক্ষা করতে হয়েছে, প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে আসা শতাধিক শিশুকে।

এ নিয়ে শিক্ষক-অভিভাবকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই ঘটনা রোববার যশোর সদর উপজেলার বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

আয়োজক ও একাধিক শিক্ষক-শিক্ষার্থী জানায়, সকাল ১০টায় যশোর জেলা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনের কথা ছিল জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম। সকাল ৮টা থেকে জেলার বিভিন্ন বিদ্যালয় থেকে শিক্ষার্থীরা আসতে শুরু করে। এরপর জার্সি পরে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকেন শিক্ষার্থী-শিক্ষকরা।

শীত ও কুয়াশার মধ্যে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে থাকতে ক্ষুব্ধ হয়ে ওঠেন শিক্ষক-শিক্ষার্থীরা। বেলা ১১টা ২০ মিনিটের দিকে জেলা প্রশাসক অনুষ্ঠানস্থলে পৌঁছান। পরে বেলুন উড়িয়ে তিনি টুর্নামেন্টের উদ্বোধন করেন।

দাঁড়িয়ে থাকা কয়েকজন শিক্ষার্থীরা জানায়, ভোরে বাসে ওঠেছি। ৮টার দিকে মাঠে পৌঁছেছি। তখন থেকে জার্সি পরে দাঁড়িয়ে রয়েছি। মাইকে কিছুক্ষণ পরপর স্যাররা বলছেন, একটু পরেই ডিসি স্যার আসবেন, তিনি এসে টুর্নামেন্টের উদ্বোধন করবেন।

খেলার মাঠে উপস্থিত একজন শিক্ষক জানান, শীতে শিশুরা কাবু হয়ে পড়েছে। ১০টায় উদ্বোধন হবে বলে ৮টায় এসেছি। কিন্তু যথা সময়ে খেলার শুরু হয়নি। প্রায় দুই ঘণ্টার বেশি সময় শীতে কষ্ট পেয়েছে বাচ্চারা।

টুর্নামেন্টের আয়োজক জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম বলেন, শীত উপেক্ষা করে সকাল থেকে শিক্ষার্থীরা মাঠে এসেছে। তবে শীত ও কুয়াশার কারণে কিছুই দেখা যাচ্ছিল না। এজন্য নির্ধারিত সময়ে উদ্বোধন সম্ভব হয়নি। আর মাঠে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার বিষয়টিও সঠিক নয়।