সংবাদ শিরোনাম ::
গুগলের সঙ্গে মিলে নতুন ফোন জিও বাজারে আনার ঘোষণা মুকেশ অম্বানির

ভয়েস ডিজিটাল ডেস্ক
- আপডেট সময় : ১১:৪৪:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১ ২১০ বার পড়া হয়েছে
নতুন ফোন জিও আসছে এই আলোচনাটা কিন্তু আগেই ছিলো। আর তা বাজারে আসছে গুগলের সঙ্গী করেই। শুক্রবার রিলায়েন্সের ৪৪ তম এজিএম অনুষ্ঠানে এই নতুন ফোনের কথাই ঘোষণা করেছেন রিলায়েন্স কর্ণধার মুকেশ অম্বানি।
জানালেন, বিশ্বের মোস্ট অ্যাফর্ডেবল ফোন আনতে চলেছে গুগল এবং জিও একসঙ্গে। জানতে পারা গেছে, এই ফোনের হার্ডওয়্যারেও থাকবে এক দারুণ চমক।
মনে করা হচ্ছে স্যামসাং, শাওমি বা রিয়েলমির মত জনপ্রিয় স্মার্টফোনের সংস্থাগুলোকে কঠিন প্রতিযোগিতার মুখে ফেলতে চলেছে জিওফোন নেক্সট। এই ফোনে গুগল প্লে স্টোর তো থাকবেই সঙ্গে থাকবে ভয়েস অ্যাসিস্ট্যান্ট,
স্ক্রিন টেক্সটের ক্ষেত্রে অটোমেটিক রিড-অ্যালাউড এবং ভাষা ট্রান্সলেশনের মত ফিচার। তবে এই ফোনের দাম কত রাখা হবে বিশদে কিছু জানা যায়নি।