হেফাজতের ২৩ মামলার তদন্তের দায়িত্বে সিআইডি
- আপডেট সময় : ১১:৪০:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১ ১৫৮ বার পড়া হয়েছে
ভয়েস ডিজিটাল ডেস্ক
হেফাজতে ইসলামের নেতাকর্মীদের সহিংস ও তান্ডবের অভিযোগে দায়ের করা ২৩টি মামলার তদন্তের দায়িত্ব পেলো পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সোমবার সিআইডি প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ব্যারিস্টার মাহবুবুর রহমান সংবাদবাদমাধ্যমকে এতথ্য নিশ্চিত করেছেন। হেফাজতে ইসলামের বিরুদ্ধে ঢাকা, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ ও চট্টগ্রামের একাধিক মামলার তদন্ত করবে সিআইডি।
সিআইডি প্রধান আরও জানান, ২০১৬ সালের পাঁচটি মামলা ও সাম্প্রতিক সময়ের ১৮টি মামলাসহ মোট ২৩টি মামলার তদন্ত করবে সিআইডি। আমরা আশা করছি, খুব দ্রুততম সময়ের মধ্যেই তদন্ত সম্পন্ন এবং যারা এখনো আইনের আওতায় আসেনি তাদের আইনের আওতায় আনার চেষ্টা করব।
তিনি বলেন, হামলা, ভাঙচুর ও সহিংসতার ঘটনায় যারা উপস্থিত ছিল, মদত দিয়েছে, উসকানি দিয়েছে, জ্বালাও-পোড়াও করেছে তাদের ফুটেজ ফরেনসিক করা হবে। ফরেনসিক করে যাদের পাওয়া যাবে তাদের সবাইকেই আমরা আইনের আওতায় আনব। এরই মধ্যে যেসব হেফাজত নেতাকে পুলিশ গ্রেফতার করেছে, প্রয়োজনে তাদেরও সিআইডি জিজ্ঞাসাবাদ করা হবে।