সেই শিশুবক্তা রফিকুলকে নেত্রকোনা থেকে আটক করেছে পুলিশ
- আপডেট সময় : ০৪:১৯:৫২ অপরাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১ ২৭৮ বার পড়া হয়েছে
মাওলানা রফিকুল ইসলাম মাদানী-ফাইল ছবি
ভয়েস ডিজিটাল ডেস্ক
রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য প্রদান করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে আলোচিত কতিথ শিশুবক্তা মাওলানা রফিকুল ইসলামকে আটক করেছে পুলিশ। র্যাবের একটি বিশেষ দল বুধবার দুপুরে নেত্রকোনাঢ অভিযান চালিয়ে তাকে আটক করে।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
কিছুটা অস্বাভাবিক খর্বকায়, বালকসুলভ চেহারা রফিকুলের ভাষ্যমতে, তার জন্ম ১৯৯৫ সালে। কে বলছে আমি শিশু? আমার বয়স ২৬ বছর। বিভিন্ন সময়ে ওয়াজে তার নামের সঙ্গে শিশু বক্তা বিশেষণ ব্যবহার না করার অনুরোধও করেন তিনি। যদিও এই শব্দ-ভূষণ ব্যবহারের সুবিধা অনেকদিন থেকেই নিয়ে আসছেন তিনি।
রফিকুলের বাড়ি নেত্রকোনায়। স্থানীয় স্কুলে শিক্ষাজীবন শুরু হলেও পরবর্তীতে মাদ্রাসায় ভর্তি হন ও নূরানি, হেফজ পড়েন। এরপর আট বছর কিতাবখানায় পড়েন। মাদ্রাসার ছাত্র থাকার সময় বিভিন্ন ওয়াজ মাহফিলে ওয়াজ করতেন রফিকুল। তিনি দাওরায়ে হাদিস পড়েছেন রাজধানীর জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসায়।
একই সঙ্গে তিনি বিএনপি-জামায়াত জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলামের অঙ্গসংগঠন যুব জমিয়তের নেত্রকোনা জেলার সহসভাপতি। নেত্রকোনার পশ্চিম বিলাশপুর সাওতুল হেরা মাদ্রাসার পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন শিশু বক্তা।
নানা মীমাংসিত বিষয়কেও এমনভাবে উপস্থাপন করছেন যে, বিভ্রান্তি ছড়াচ্ছে সমাজে। ধর্মীয় গোঁড়ামি আর কুযুক্তি দিয়ে মানুষের ধর্মান্ধতাকে উস্কে দিচ্ছেন। তার এসব বক্তব্য বিতর্ক সৃষ্টির হীন উদ্দেশ্যে সুপরিকল্পিতভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে।