শিবানী বিশ্বাসের কবিতা ‘দুখু মিয়া’

- আপডেট সময় : ০৩:৪৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মে ২০২১ ৩১৪ বার পড়া হয়েছে
কবিতার মাধ্যমে প্রাণের কবির জন্মজয়ন্তীর শ্রদ্ধা নিবেদন
তোমার ছোট বেলার নাম
দুখু কে রেখেছিল জানিনা।
তাই হয়তো দু-খ কস্ট ছাড়েনি তোমায়!
তোমার আদরের বুলবুল যখন
ঘুমাল চিরতরে ,
বড় বিষাদের কথা ছিল সে;
আমাদের লজ্জাও বটে।
এত নিদারুণ কস্ট পেতে হল তোমায়,
হয়তো কবি বলেই; সৎকারের পয়সা ছিলনা
পাবলির্সারে দ্বারে দ্বারে ঘুরে
অবশেষে শর্ত হলো কবিতা লিখে দেবার
তুমি লিখলে ‘ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে
আমার গানের বুলবুলি’
তবুও সে সৎকারের পর্জাপ্ত টাকা ছিলনা
এত কস্ট বুঝি শুধু কবিদের পেতে হয়?
স্বান্তনা পেতে গেলেন
আর এক সন্তান হারা বাবার কাছে
তিনি ছিলেন রবীন্দ্রনাথ
স্বান্তনা দিয়ে তার স্ত্রী প্রমিলার
কুশল জিজ্ঞাসা করতেও ভোলেননি তিনি
তুমি ছিলে অসাম্প্রদায়িক মানবতার কবি
তুমি ছিলে প্রতিবাদি, তোমার কলমে উঠে
এসেছে বার বার
দু-খ দারিদ্রতার মধ্যে থেকেও
তোমার কলম থামেনি
আজ অব্দি আমাদের আনন্দ দিয়ে চলেছ
তোমাকে করি প্রণাম।
জার্সি সিটি
৭/৪/২০২১