শিবানী বিশ্বাসের কবিতা
প্রতিনিধির নাম
- আপডেট সময় :
০৪:৪০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুন ২০২১
২৬৩
বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ
(Google News) ফিডটি
অবক্ষয়
আমি সমাধিস্থ হতে চাই, আমার প্রত্যাশায়।
আমার শরীরে মনে; মরীচা ধরার মত অবক্ষয়।
স্বপ্ন দেখতে চাই , বাকী জীবনের সাথ।
এখন সব কিছুই মনে হচ্ছে;
ফলহীন জ্বলে ওঠা আগুন।
এই আগুন আমার,শুন্য হৃদয় পোড়া ছাই।
অসম্ভব সম্ভব যখন; মনের সর্বশক্তি প্রয়োগে।
রাতের স্বপ্ন পুড়ে ছাই হয় সকালে,
চোখ খোলা স্বপ্নটা, পূরণ হয় যখন;
অসম্ভব সম্ভব হয় তখন।
ওই আগুনের তাপ মেলে, আত্মতৃপ্তিতে!
আমি শান্তি চাই, বিপদ হতে।
তখন বিপদের দাসত্ব থেকে মুক্তি পাওয়া যাবে।
জার্সি সিটি
23/5/2021
যন্ত্রণায় সুর দাও
স্বপ্নের রাজ্যে হারাও যখন
নিজের হৃদস্পন্দন শুনতে পাবে,
সেই মুখ, সেই ভাবনা
যখন ঈশ্বরও বঞ্চনা করে;
নিজের স্বপ্ন নিজেই দেখতে থাক !
প্রার্থণায় সুর দিয়ে,
যদি গাইতে থাক জোরে,
যন্ত্রণা চলে যাবে দূরে ।
তখন মনেহবে
তুমি একা নও
যন্ত্রণা ক্লিষ্ট করে না মোটেও;
সমস্যাকে সাথে নিয়ে
গান ধরো উচ্চ স্বরে;
যন্ত্রণায় সুর দাও,
গেয়ে চল অবিচল হয়ে।
যখন ঈশ্বরও বঞ্চনা করে—
তখনও;
যন্ত্রণার গান যদি গাইতে জান,
যন্ত্রণাকে উদাত্ত সুর দাও
জেগেও গেয়ে ওঠো তবে মন খুলে;
সেই সুর সাথে নিয়ে চল
তাকে একান্ত আপণ করে;
তখন তুমি একা নও,
একা নও মোটেও।
জার্সি সিটি
17/5/2021
নিউজটি শেয়ার করুন