প্রবল বর্ষণে বন্যা মহারাষ্ট্রে মৃত বেড়ে ১১২

- আপডেট সময় : ০৭:৫০:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১ ২৩২ বার পড়া হয়েছে
ভারি বৃষ্টিপাতে ব্যাহত হচ্ছে উদ্ধার কার্যক্রম
প্রবল বর্ষণে ভূমিধস ও বন্যায় মহারাষ্ট্রে মৃত বেড়ে ১১০। সাগরে নিম্নচাপের জেরে প্রবল বর্ষেণে এরই মধ্যে ভারতের রাজ্যটির শত শত গ্রাম প্লাবিত হয়ে পড়েছে। জোর তৎপরতা চালাচ্ছে
উদ্ধারকারীরা। এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
জরুরি বৈঠক করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে। দুর্গত মানুষদের দ্রুত সহায়তা পাঠাতে নির্দেশ দিয়েছেন। যেসব বাঁধ উপচে পড়ছে সেগুলো খুলে দেওয়ার নির্দেশ দিয়ে দুর্গত মানুষদের
সরিয়ে নেওয়ার পরামর্শও দিয়েছেন তিনি।
মৌসুমি বৃষ্টিপাতে নাকাল ভারতের বেশ কয়েকটি রাজ্য। এরমধ্যে পশ্চিমাঞ্চলীয় মহারাষ্ট্রে টানা বৃষ্টিপাতে বন্যা দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তনের কারণেই ভারী বৃষ্টিপাতের
ঘটনা। শুক্রবার ভারতীয় আধিকারীকরা জানিয়েছেন, ভূমিধস ও বন্যায় বেশিরভাগ মৃত্যুই ঘটেছে মহারাষ্ট্রের দুইটি জেলায়।
ভারতের আর্থিক রাজধানী মুম্বাইয়ের দক্ষিণ-পূর্বের একটি ছোট গ্রামে ভূমিধসে নিহত হয়েছে ৩৮ জন। সেনাবাহিনী উদ্ধার তৎপরতায় সহায়তা করলেও কঠিন পরিস্থিতিতে তা ব্যাহত হচ্ছে। সূত্র বিবিসি।
দুর্গম এলাকায় উদ্ধার অভিযান চালাতে পাঠানো হয়েছে ভারতীয় নৌবাহিনী ও দুর্যোগ মোকাবিলা দল। সেতু ও মোবাইল টাওয়ার বিধ্বস্ত হয়ে যাওয়ায় সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে একটি উপকূলীয়
জেলা। আটকে পড়া বাসিন্দাদের শনাক্তের সুবিধার্থে বাড়ির ছাড়ে উঠে যাওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

অন্যদিকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। যার জেরে শনিবার সারাদিন দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানাল আবহাওয়া দফতর।
নিম্নচাপ ছাড়াও মৌসুমী অক্ষরেখা ঝাড়খণ্ড, ওড়িশা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
শনিবার সকাল থেকেই মুখভার কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার আকাশের। বৃষ্টি হয়ে চলেছে
অবিরাম। কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহে রাজ্যে
বৃষ্টির পরিমাণ বাড়তে পারে ইঙ্গিত হাওয়া অফিসের। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
এদিকে শুক্রবার মুম্বাইয়ে একটি ভবন ধসে পড়ে দুই জন নিহত এবং আরও দশ জন আহত হয়েছে। বাতিল করা হয়েছে ট্রেন যাত্রা। শহরের নিম্নাঞ্চল বন্যা কবলিত এলাকায় পরিণত হয়েছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন আগামী পাঁচদিন ভারি বৃষ্টি অব্যাহত থাকবে। মুম্বাইয়ে ভারি বৃষ্টিপাত অস্বাভাবিক নয়। মৌসুমি বৃষ্টিপাতের সময় শহরটিতে প্রতিবছরই বন্যা হয়। তবে বিগত
কয়েক বছরে বৃষ্টিপাতের পরিমাণ বেড়েছে।