সংবাদ শিরোনাম ::
পশ্চিমবঙ্গের উপকূলবর্তী কয়েকািট এলাতকা প্লাবিত

ভয়েস ডিজিটাল ডেস্ক
- আপডেট সময় : ১২:০৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১ ২০১ বার পড়া হয়েছে
ইয়াসের প্রভাবে কার্যত বিধ্বস্ত পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা। দীঘা থেকে শঙ্করপুর, মন্দারমণি থেকে মেদিনীপুর সব জায়গায় ক্ষতিগ্রস্ত বাঁধ। তাতে হু হু করে ঢুকছে সমুদ্রের নোনা জল।
সুন্দরবন লাগোয়া অঞ্চলগুলিতে ক্রমশই আতঙ্ক বাড়ছে। ফুঁসে ওঠছে নদীর জল। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার সুন্দরবনের সন্দেশখালি, ছোট কলাগাছি নদী, হিঙ্গলগঞ্জের ডাসানদী এবং বসিরহাটের ইছামতি নদীর জল বেড়ে গিয়ে জলোচ্ছ্বাসের তোড়ে একাধিক জায়গায় বাঁধ ভেঙে হু হু করে জল ঢুকে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়ছে।
তাতে করে এলাকাবাসীর মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। বসিরহাট মহকুমার সুন্দরবন লাগোয়া হিঙ্গলগঞ্জ ও সন্দেশখালির ছয়টি ব্লকের জন্য সেনা নামান হয়েছে।