জঙ্গি হামলায় হলি আর্টিজানে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান পাঁচ বিদেশি রাষ্ট্রদূত

- আপডেট সময় : ১০:১২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১ ২০০ বার পড়া হয়েছে
ছবি: মার্কিন দূতাবাসের টুইটার থেকে নেওয়া
এ সময় উপস্থিত ছিলেন মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার, ভারতের রাষ্ট্রদূত বিক্রম কুমার দোরাইস্বামী, জাপানি রাষ্ট্রদূত নাউকি ইতো, ইতালির রাষ্ট্রদূত ইনরিকো নুনজিয়াটা, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেনজে তিরিঙ্ক এবং বাংলাদেশি পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা প্রধান আমানুল হক।
In memory of those killed in the brutal terror attack at Holey Artisan Bakery, Dhaka five years ago, HC @VDoraiswami joined @USAmbBangladesh, @italyinbd, @ito_naoki and FS Momen to pay solemn homage on behalf of India and to affirm that hate will never win. pic.twitter.com/5N0hIkNXc3
— India in Bangladesh (@ihcdhaka) July 1, 2021
মার্কিন রাষ্ট্রদূত বলেন, সন্ত্রাসবাদ মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা করে যাবে যুক্তরাষ্ট্র সরকার।
Honored to join @ito_naoki, @italyinbd, and @VDoraiswami on this solemn occasion to commemorate the fifth anniversary of the Holey Artisan Bakery attack. The precious lives tragically lost will remain in our hearts today and always. pic.twitter.com/CwfD0SOV53
— Earl R. Miller (@USAmbBangladesh) July 1, 2021
২০১৬ সালের ১ জুলাই রাজধানী ঢাকার গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলা ও নৃশংস হত্যাযজ্ঞের ঘটনা ঘটেছিলো। ওই দিন মোট ২২ জন নিহত হন। এদের মধ্যে নয় জন ইতালির নাগরিক, সাত জন জাপানি, দুই জন বাংলাদেশি, একজন ভারতীয়, একজন বাংলাদেশি বংশোদূত মার্কিন নাগরিক এবং দুই জন পুলিশ অফিসার।