ওমানের কাছে হারল বাংলাদেশ

- আপডেট সময় : ০৯:২৯:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১ ২১৫ বার পড়া হয়েছে
শক্তিশালী ওমানের বিপক্ষে লড়ে হেরেছে বাংলাদেশকে। বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বে ৩-০ গোলে জয় পেয়েছে ওমান।
ফিফা র্যাংঙ্কিংয়ে ১০৪ ধাপ এগিয়ে থাকা দলটির বিপক্ষে লড়ে শেষ ম্যাচের এই হার নিয়ে ২ পয়েন্ট নিয়ে তলানিতেই অবস্থান লাল-সবুজ দলের। জামাল ভূঁইয়াদের এখন বাছাই পর্বে ফিরতে হলে প্লে-অফ খেলতে হবে।
এ ম্যাচে খেলেননি অধিনায়ক জামাল ভূঁইয়া, ডিফেন্ডার রহমত মিয়া, উইঙ্গার বিপলু আহমেদ ও মিডফিল্ডার মাশুক মিয়া জনি।
২২ মিনিটে প্রথম গোল করে ওমান। সতীর্থের থ্রু বল নিয়ন্ত্রণে নিয়ে খালিদ আল হাজরির আড়াআড়ি ক্রস গোলমুখ থেকে জিকোকে পরাস্ত করেন মোহাম্মদ আল গাফরি।
বিরতির পর ৬০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ওমান। সতীর্থের কাটব্যাক একজনের পা হয়ে পাওয়ার পর ডি বক্সে ফাঁকায় থাকা আল হাজরি নিখুঁত শটে ব্যবধান দ্বিগুণ করেন। ৮০ মিনিটের গোলে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে যায় বাংলাদেশ। মঙ্গলবারের এই খেলায়।