‘আমাদের পরিবেশ আমরাই বাঁচা’
‘আমাদের পরিবেশ আমরাই বাঁচা’ এই স্লোগানকে ধারণ করে, দীর্ঘ দিন যাবত পরিবেশ রক্ষায় কাজ করছে প্রজেক্ট গ্রীণ বাংলা। সংগঠনের কর্ণধার ড. বিরাজলক্ষী ঘোষ পেশায় একজন শিক্ষক, রবীন্দ্র গবেষক এবং পরিবেশবিদ। কাজ করছেন নারী উন্নয়নেও। ‘দ্য ওমেন ভয়েস’ সম্পাদনাসহ একাধিক মিডিয়া প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কলেজ প্রাঙ্গণে গাছের চারা রোপান করেন।
বিশ্ব পরিবেশ দিবসে কর্মসূচির মধ্যে হাওড়ার সালকিয়ায় আলোচনা সভার পাশাপাশি ছিলো র্যালী। এতে বিভিন্ন সংগঠন ছাড়াও পরিবেশপ্রেমীরা যোগ দেন। শিশু-কিশোরদের উচ্ছ্বাস ছিলো আগামীর পরিবেশ রক্ষায়। ড. বিরাজলক্ষী ঘোষ কচিকাঁচাদের অনুষ্ঠানে যারা পাশে থেকেছেন এবং সহায়তা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ পরিবেশ রক্ষার পদযাত্রা করেছে। যেখানে যোগ দিয়েছেন সালকিয়ার বিশিষ্টজন ছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, চিকিৎসক, আইনজীবী, পরিবেশ কর্মী ও বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা।
‘দেখি না কেউ-খিদের জ্বালায় মানুষ মরে নিত্য যে,
গাছের কথা ক্যামনে ভাবি, লোভী আমার চিত্ত যে!
বায়ূর মাঝে বসত করি- তার কথা কেউ ভাবছি কই?
গাছ কেটে সব করছি সাবাড়, পরিবেশে দিচ্ছি মই।
গাছগাছালি, পাখপাখালি পরিবেশের সাথী ভাই,
তাদের কথা এই আমাদের একটুখানি খেয়াল নাই।
জীবন বলি পানিরে ভাই, তার কথা নাই খেয়ালে,
ঘরের ভেতর বসত করে হানছি কুঠার দেয়ালে।
জীবের জীবন বিষিয়ে তুলি, হত্যা করি প্রাণীরে!
খাদ্য-শিকল করছি বিকল, কুফল কি এর জানি রে!
নিজের জীবন টানছি নিজেই মরণ পথের দিকে ঐ,
বাঁচতে হলে প্রকৃতিকে বানাই আমার প্রাণের সই’।