Narendra Modi Sheikh Hasina : প্রধানমন্ত্রী মোদির প্রশংসায় পঞ্চমুখ শেখ হাসিনা

- আপডেট সময় : ০৮:৪৪:০৪ অপরাহ্ন, বুধবার, ২০ এপ্রিল ২০২২ ৩৫৯ বার পড়া হয়েছে
ফাইল ছবি সংগ্রহ
ভয়েস ডিজিটাল ডেস্ক
ভারতে করোনা অতিমারি মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুযোগ্য নেতৃত্বের প্রশংসায় পঞ্চমুখ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নরেন্দ্র মোদি সরকার দক্ষতার সঙ্গে কাজ করেছে বলেও মন্তব্য করেছেন মেখ হাসিনা। ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের খবরে এই তথ্য জানানো হয়েছে।
গুজরাটের জামনগরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) গ্লোবাল সেন্টার ফর ট্র্যাডিশনাল মেডিসিনের (জিসিটিএম) উদ্বোধনে ভিডিও বার্তায় শেখ হাসিনা বলেছেন, ‘নরেন্দ্র মোদির সুযোগ্য নেতৃত্বে করোনা মোকাবিলায় ভারত সরকার দুর্দান্ত কাজ করেছে।’
এদিন শেখ হাসিনা আরও বলেছেন, ‘আমার দারুণ সৌভাগ্য যে এই অনুষ্ঠানে যোগ দিতে পেরেছি। মহামারী নিয়ন্ত্রণে আনা ও দেশজুড়ে ভ্যাকসিনেশনের কাজ চালানো খুবই প্রশংসাযোগ্য পদক্ষেপ।করোনা পরিস্থিতি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে স্বাস্থ্য পরিষেবার জোর দেওয়া দরকার।’
একইসঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী জানান, গ্লোবাল সেন্টার ফর ট্র্যাডিশনাল মেডিসিন সারা বিশ্বে গবেষণা ক্ষেত্রে উৎকর্ষকেন্দ্র হয়ে উঠবে। যেভাবে এই কেন্দ্র গবেষণার ক্ষেত্রে মনোনিবেশ করে নানা ধরনের আবিষ্কার করছে, তা খুবই প্রশংসার যোগ্য।
পাশাপাশি করোনা পরিস্থিতিতে যেভাবে ভারত ও বাংলাদেশের মধ্যে ওষুধের বিনিময় হয়েছে, যার মাধ্যমে দু’দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও মজবুত হবে বলে মনে করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।