ভয়েস ডিজিটাল ডেস্ক
সাহসে বুক বেধে বাঙালি জয় করেছে মহাকাশ। লাঙ্গল-জোয়ালের দেশ আজ মহাকাশ জয়ের ঘটনায় ‘অবাক চেয়ে রয়’ বিশ্ব। বাঙলার মেয়ের এভারেস্ট জয়ের কথাতো বিশ্ববার্তা বহু আগেই। খড়স্রোতা নদীর অন্যতম পদ্মার বুক চিরে আকাশে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে আরেক বিস্ময় ‘পদ্মাসেতু’।
সেই বাঙালির নামইতো ওঠবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। এবারের ঘটনাটি ভিন্ন। বাংলাদেশ যখন জাতির পিতার জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ পালন করে চলেছে মহাধুমধামে-ঠিক সেই সময়ে ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে’ ওঠে এসেছে একটি চিত্র। আর তা হলো শস্যচিত্রে বঙ্গবন্ধু চিত্রকর্ম। মঙ্গলবার এ স্বীকৃতি দিয়েছে বিশ্বের রেকর্ড সংরক্ষণকারী যুক্তরাজ্যভিত্তিক এ সংস্থা।
শস্যচিত্রে বঙ্গবন্ধু জাতীয় পরিষদের প্রধান পৃষ্ঠপোষক ও আহ্বায়ক এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম সাংবাদিকদের এ তথ্য জানান।
বগুড়ার শেরপুরের ভবানীপুর ইউনিয়নের বালেন্দা গ্রামে ১০০ বিঘা (১২ লাখ ৯২ হাজার বর্গফুট) জমিতে ধানের চারা লাগিয়ে তৈরি করা হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এ প্রতিকৃতি। গত ৯ মার্চ গিনেজ কর্তৃপক্ষের স্থানীয় দুই প্রতিনিধি স্থানটি ঘুরে গিয়েছেন।
প্রতিনিধিদের রিপোর্টের ভিত্তিতে বঙ্গবন্ধুর জন্মদিনের একদিন আগেই এটিকে পৃথিবীর সর্ববৃহৎ শস্যচিত্র হিসেবে ঘোষণা দেয় গিনেজ রেকর্ড।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে এই পুরো প্রকল্পের ভাবনা, নকশা এবং বাস্তবায়ন করেছে এক্সপ্রেসিভ কমিউনিকেশনস লিমিটেড। আর অর্থায়ন করেছে ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ।
এর আগে এই রেকর্ড ছিল চীনের দখলে। ২০১৯ সালে দেশটির তৈরি চিত্রকর্মের আয়তন ছিল ৮ লাখ ৫৫ হাজার ৭৮৬ বর্গফুট।