২০২২ সালে টেস্ট মর্যাদা পেল বাংলাদেশের নারী ক্রিকেটাররাও

- আপডেট সময় : ০৮:১৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২ এপ্রিল ২০২১ ৩৩৯ বার পড়া হয়েছে
ভয়েস ডিজিটাল ডেস্ক, ঢাকা
করোনার সংক্রমণ যখন বাংলাদেশে সর্বোচ্চ চূড়ায় তখনই খবরটি আছড়ে পড়ল। তা হচ্ছে, টেস্ট মর্যাদা পেয়ে ২০২২ সালেই টেস্ট ক্রিকেট থেলতে মাঠে নামছে বাংলার মেয়েরা। এর আগে ২০০০ সালে টেস্ট মর্যাদা পেয়েছিল বাংলাদেশ দল। গত ২১ বছরে উত্থান-পতনের পথচলার এবারে মেয়েদের হাত ধরেই টেস্ট মর্যাদা অর্জন করলেন তারা।
আইসিসি’র নারী ক্রিকেটের টেস্ট মর্যাদা পেয়েছে বাংলাদেশ। আইসিসি বোর্ড সিদ্ধান্ত নিয়েছে মেয়েদের ক্রিকেটে পূর্ণ সদস্য সব দেশকে টেস্ট মর্যাদা দেওয়ার। যেহেতু অনেক আগে থেকেই আইসিসির পূর্ণ সদস্য বাংলাদেশ নারী ক্রিকেট, তাই এ সিদ্ধান্তে সালমা-জাহানারারা পা রাখতে যাচ্ছেন টেস্ট আঙিনায়।

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা সংবাদ তাদের বার্তায় এতথ্য জানিয়েছে। বলছে, আইসিসি মেয়েদের ক্রিকেটের পূর্ণ সদস্যদের স্থায়ীভাবে ওয়ানডে ও টেস্ট মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যেহেতু পূর্ণ সদস্য দেশগুলোকে টেস্ট মর্যাদা দিচ্ছে আইসিসি, তাই টেস্ট দলের সংখ্যা এখন দাঁড়িছে ১৩।
এতদিন ১০ দেশের মধ্যে ভারত, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও পাকিস্তান খেলতো টেস্ট। তাদের সঙ্গে এবার যুক্ত হলো বাংলাদেশ, জিম্বাবুয়ে ও আফগানিস্তান। এবারে বাংলাদেশের মেয়েদের টেস্ট খেলার অপেক্ষার পালা।