২০১৬ সালের পহেলা জুলাই। গুলশানের হলি আর্টিজানে হামলা চালায় জঙ্গিরা। ১৭ বিদেশিসহ ২০ জনকে হত্যা করে তারা। হামলা ঠেকাতে গিয়ে নিহত হন দুই পুলিশ কর্মকর্তা।
পরে বিশেষ অভিযানে নিহত হয় সব হামলাকারী। এছাড়া বিভিন্ন সময়ে অভিযানে মারা যায় ১৩ জঙ্গি।
ওই বছরের ২৩ জুলাই হামলায় জড়িত ২১ জনকে চিহ্নিত করে তাদের মধ্যে ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। পরে জেএমবির সাত সদস্যকে ফাঁসির রায় দেন আদালত। মামলাটি এখন উচ্চ আদালতে বিচারাধীন।
ঘটনার পাঁচ বছর পরও এখনো কাটেনি শঙ্কা। তবে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান বলছেন, নতুন করে হামলার সক্ষমতা নেই জঙ্গিদের।
জঙ্গি নিমূলে সমাজের সবাইকে একসাথে এগিয়ে আসার পাশাপাশি পারিবারিক শিক্ষার উপর জোর দিলেন র্যাব প্রধান।
এরইমধ্যে নিজেদের ভুল বুঝতে পেরে আত্মসমর্পণ করেছে ১৬ জঙ্গি।