সম্মুখ সারিরতে কর্মরত পরিবারের ১৮ বছর বয়সী সদস্যরা টিকা পাবে

- আপডেট সময় : ০৯:৩০:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১ ১৬৫ বার পড়া হয়েছে
ছবি: সংগৃহীত
“মজুত ভ্যাক্সিন ১ কোটির ওপরে, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে ২১ কোটি ডোজ ভ্যাকসিনের প্রাপ্তি নিশ্চিত করা হয়েছে”
সম্মুখসারিতে কর্মরত রয়েছেন এমন পরিবারের ১৮ বছরের উর্ধে সদস্যরা করোনার টিকা পাবেন।
ইতিমধ্যে নির্দেশনাও দেওয়া হয়েছে। সুরক্ষা অ্যাপে গিয়ে নিবন্ধনের ব্যবস্থাও নেওয়া হচ্ছে।
শনিবার বিকেলে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশন আয়োজিত কোভিডের
৩য় ঢেউ মোকাবিলায় কোভিড-১৯ সংক্রমণের ঊর্ধ্বগতি প্রতিরোধ, অক্সিজেন সংকট,
হাসপাতালের সুযোগ-সুবিধা ও শয্যা সংখ্যা বৃদ্ধি বিষয়ে আযোজিত ভার্চুয়াল আলোচনায় যুক্ত হয়ে
উক্ত বিষয়টি জানান বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলছেন, তার সরকার এরই মথ্যে ১৮ বছর বয়সীদের টিকা করণের আওতায় নিয়ে আসার
বিষয়টি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ
হাসিনা বার বার বলে আসছেন, তার দেশের মানুষকে রক্ষায় পৃথিবীর যেকোন জায়গা থেকে টিকা
সংগ্রহ করতে প্রস্তুত এবং এজন্য টাকা কোন সমস্যা নয়।
জাহিদ মালেক বলছেন, দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নির্বিঘ্ন রাখতে এবং অধিকাংশ
নাগরিককে টিকার আওতায় নিয়ে আসতে এখন থেকে ১৮ বছরের ঊর্ধ্বে দেশের সকল
নাগরিককেই ভ্যাক্সিন প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
স্বাস্থ্যমন্ত্রী মনে করেন, করোনা অতিমারিতে সম্মুখ সারিতে দায়িত্ব পালন করছেন যেমন
চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী, সেনাবাহিনী, পুলিশ ও শিক্ষক এদেরকে আগে টিকা দেওয়ার
সিদ্ধান্ত হয়েছে। তাদের পরিবারের ১৮ বছরের ঊর্ধ্বে যেসব সদস্য রয়েছে, তাদেরও টিকার আওতায় আনা হচ্ছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাতে ১ কোটির ওপরে টিকা মজুত রয়েছে। করোনা (কোভিড-১৯) সংক্রমণ
নিয়ন্ত্রণে ২১ কোটি ডোজ ভ্যাকসিনের প্রাপ্তি নিশ্চিত করেছে সরকার। যার মধ্যে চীনের ৩ কোটি,
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ৩ কোটি, কোভ্যাক্সের ৭ কোটি ডোজ, রাশিয়ার ১ কোটি ডোজ ও
জনসন অ্যান্ড জনসনের ৭ কোটি ডোজ রয়েছে। ২১ কোটি ডোজ টিকা দিয়ে ৮০ শতাংশ
মানুষকে টিকার আওতায় পরিকল্পনা মাফিক কাজ করছে সরকার।