লকডাউনে ১০ কিলোমিটার দৈর্ঘ যানজট মহাসড়কে

- আপডেট সময় : ০৫:১২:২০ অপরাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১ ১৯৯ বার পড়া হয়েছে
ছবি সংগ্রহ
ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বুক বেয়ে সিরাজগঞ্জ পর্যন্ত মাঝে মধ্যেই দৈর্ঘ যানজট পরিচিত দৃশ্য। প্রতিটি ঈদে এই মহাসড়কের যানজটের ভয়াবহ অভিজ্ঞতা রয়েছে। উত্তরজনপদের মানুষকে ঈদ যাত্রায় দিনরাত মহাসড়কের দৈর্ঘ যানজটে আটকে থেকে ঈদের দিন সকালে বাড়ি পৌছানোর বহু খন্ড চিত্র রয়েছে। কিন্তু প্রতি বছরই মানুষ তা ভুলে যায়। বছর ঘুরে ফের ঈদ আসলেই নড়েচড়ে বসে প্রশাসন।
লকডাউনে কেন ১০ কি.মি. যানজট?
বঙ্গবন্ধু সেতুর পশ্চিম তীরে হচ্ছে সিরাজগঞ্জ। সেখান থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত প্রায় সময়ই যানজট পরিচিত দৃশ্য। কিন্তু বুধবারের যানজটের বিষয়টি আলাদা।


জানা গিয়েছে, সিরাজগঞ্জের হাটিকুমরুল-বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট। ভোর থেকে মহাসড়কে পণ্যবাহী যানবাহনের চাপ থাকলেও সকাল থেকে নলকা সেতুতে সংস্কার কাজ শুরু হলে তীব্র রূপ নেয় যানজট।
সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. শাহজাহান আলী সংবাদ মাধ্যমকে বলেছেন, সকাল থেকেই বঙ্গবন্ধু সেতুর পশ্চিম তীরে সিরাজগঞ্জের হাটিকুমরুল-বঙ্গবন্ধু সেতু সংযোগ মহাসড়কের ক্ষতিগ্রস্ত নলকা ব্রিজ সংস্কার কাজ শুরু হয়। ব্রিজের এক লেন বন্ধ রেখে অপর লেন দিয়ে যান চলাচল সচল রাখার কারণে চাপ সামাল দেওয়া সম্ভব না হওয়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
এর সঙ্গে যোগ হয়েছে টানা বৃষ্টি। মহাসড়কের বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হওয়ায় যান-চলাচল বিঘ্ন ঘটায় নলকা সেতু এলাকায় যানজটের সৃষ্টি হয়। দেখতে না দেখতেই যানজট হাটিকুমরুল গোল চত্বর থেকে কড্ডা পর্যন্ত ১০ কিলোমিটারব্যাপী দৈর্ঘযানজটের সৃষ্টি হয়।