সংবাদ শিরোনাম ::
রাজ্যে বন্ধ লোকাল ট্রেন, শনি-রবি ছাড়া ৫ দিন ৫০ভাগ যাত্রী নিয়ে চলবে মেট্রো রেল

ভয়েস ডিজিটাল ডেস্ক
- আপডেট সময় : ০৭:০১:২৯ অপরাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১ ২২৪ বার পড়া হয়েছে
ফাইল ছবি
রাজ্যে ৩০ জুলাই পর্যন্ত বাড়ল বিধিনিষেধ। বুধবার নবান্নের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। তাতেই জানা গেল বন্ধই থাকছে লোকাল ট্রেন। স্টাফ স্পেশ্যাল ট্রেন চলবে।
আংশিক ভাবে খুলছে মেট্রো পরিষেবা। শনি ও রবিবার বাদে সপ্তাহে পাঁচ দিন ৫০ ভাগ যাত্রী নিয়ে চলবে মেট্রো। প্রতিদিন মেট্রো স্যানিটাইজ করতে হবে। মেট্রোর কর্মী ও যাত্রীদের নির্দিষ্ট বিধিনিষেধ মেনে চলতে হবে।
নবান্নের তরফে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধই থাকবে। ৫০ ভাগ যাত্রী নিয়ে সরকারি ও বেসরকারি বাস, ফেরি, ট্রাম, ট্যাক্সি, ক্যাব ও অটো চলবে। তবে চালক ও যাত্রীদের কোভিড বিধি মেনে চলতে হবে। সূত্র আনন্দবাজার