মোট টিকার ৭৫% ১০ দেশে, ডাব্লিউ এইচ ও

- আপডেট সময় : ১২:০৬:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুলাই ২০২১ ২১৪ বার পড়া হয়েছে
‘নিম্ন আয়ের দেশের মানুষের মাত্র ১% টিকার একটি ডোজ পেয়েছেন’
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউ এইচ ও) ডাইরেক্টর জেনারেল টেড্রোস আধানম গেব্রেয়াসুস বলেছেন, বিশ্বে এখন পর্যন্ত ১৩০ কোটি মানুষকে করোনা ভাইরাসের টিকা দেওয়া সম্ভব হয়েছে।
আর এসব টিকার ৭৫ শতাংশই দেওয়া হয়েছে মাত্র ১০টি দেশের মানুষকে। টিকা বিতরণের এই ব্যবস্থাকে তিনি ভয়াবহ বৈষম্য বলে উল্লেখ করেছেন।
বুধবার ১৩৮ তম আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বৈঠকে তিনি এসব কথা বলেন। গেব্রেয়াসুস বলেন, করোনার টিকা প্রয়োজনীয় উপাদান। কিন্তু বিশ্ব একে সঠিকভাবে ব্যবহার করা যায়নি। নিম্ন আয়ের দেশের মানুষের মাত্র ১ শতাংশ এই টিকার একটি ডোজ পেয়েছে।

তিনি বলেন, উচ্চ আয়ের দেশগুলোর অর্ধেক মানুষ করোনার প্রথম ডোজ পেয়েছে। অথচ কিছু ধনী দেশে এখন করোনার তৃতীয় ডোজের কথা বলা হচ্ছে। এদিকে গরিব দেশগেুলোর মানুষ এখনও টিকার একটি ডোজও পায়নি।
টিকা উৎপাদন ও বিতরণে বৈশ্বিক উদ্যোগে বিশ্ব নেতাদের অর্থায়নের ব্যাপারে আহ্বান জানান গেব্রেয়াসুস। খবর: সিএনবিসি
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডাইরেক্টর জেনারেল টেড্রোস আধানম গেব্রেয়াসুস বলেছেন, বিশ্বে এখন পর্যন্ত ১৩০ কোটি মানুষকে করোনা ভাইরাসের টিকা দেওয়া হয়েছে। এসব টিকার ৭৫ শতাংশই দেওয়া হয়েছে মাত্র ১০টি দেশের মানুষকে। টিকা বিতরণের এই ব্যবস্থাকে তিনি ‘ভয়াবহ বৈষম্য’ বলে উল্লেখ করেছেন।
বুধবার ১৩৮ তম আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বৈঠকে তিনি এসব কথা বলেন। গেব্রেয়াসুস বলেন, করোনার টিকা প্রয়োজনীয় উপাদান। কিন্তু বিশ্ব একে সঠিকভাবে ব্যবহার করা যায়নি। নিম্ন আয়ের দেশের মানুষের মাত্র ১ শতাংশ এই টিকার একটি ডোজ পেয়েছে।
তিনি বলেন, উচ্চ আয়ের দেশগুলোর অর্ধেক মানুষ করোনার প্রথম ডোজ পেয়েছে। অথচ কিছু ধনী দেশে এখন করোনার তৃতীয় ডোজের কথা বলা হচ্ছে। এদিকে গরিব দেশগেুলোর মানুষ এখনও টিকার একটি ডোজও পায়নি।
টিকা উৎপাদন ও বিতরণে বৈশ্বিক উদ্যোগে বিশ্ব নেতাদের অর্থায়নের ব্যাপারে আহ্বান জানান তিনি। খবর: সিএনবিসি