ভোটের মাঠে পার্নো বললেন আমি শুধু মানুষকে ভালোবাসা দিতে এসেছি
- আপডেট সময় : ০৮:১৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মার্চ ২০২১ ২৩২ বার পড়া হয়েছে
ভয়েস ডিজিটাল ডেস্ক
ভোট খুব নিকটে রেখে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন পশ্চিমবঙ্গের সব দলের প্রার্থী-সমর্থকরা। সেই তালিকায় নাম লেখালেন বরানগরের বিজেপি প্রার্থী পার্নো মিত্র। কিছুটা দেরিতে হলেও গতকাল বুধবারই প্রথম দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচার শুরু করেছিলেন পার্নো মিত্র।
এরপর আজ বৃহস্পতিবার বিজেপি প্রার্থী পার্নো মিত্র বরানগরে অশোক গড় এলাকায় ভোট প্রচার করেন। পার্নো অশোক গড়ের রেললাইন লাগোয়া বস্তি এবং কলোনি এলাকায় ঘুরে নির্বাচনী প্রচার সারেন। ভোটের মাঠে নেমে পার্নো মিত্র বললেন, আমি শুধু মানুষকে ভালোবাসা দিতে এসেছি। ভোটের স্ট্র্যাটেজি ঠিক করবে এখানকার দলীয় (বিজেপি) সংগঠন।
এই অভিনেত্রী আরও বলেন, আমি রূপোলি পর্দার মানুষ, সেখানে মানুষ আমায় ভালোবাসা দিয়েছেন, এবার সেই ভালোবাসাই মানুষকে আমি ফিরিয়ে দিতে চাই। ভোটের বাকি কাজ দলের কর্মকর্তার সাংগঠনিকভাবে ঠিক করবেন, আমি শুধু মানুষের মন জয় করতে পারি।