সংবাদ শিরোনাম ::
ভারতে সংক্রমণ এবং মৃত্যু দু’টোই কমেছে

ভয়েস ডিজিটাল ডেস্ক
- আপডেট সময় : ১০:৩৮:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১ ২৩৫ বার পড়া হয়েছে
ভারতে সংক্রমণ ৫০ হাজারে নামল, ২৪ ঘণ্টায় মৃত্যু ১,৪২২
৮৮ দিনের মাথায় আরও কমে ২৪ ঘণ্টায় ৫০ হাজার ছুঁই ছুঁই। আর ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১ হাজার ৪২২ জনের।
তিন দিন আগেই ৬০ হাজারের নিচে নেমেছে দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় মারণভাইরাসের কবলে পড়েছেন ৫৩,২৫৬ জন। একদিনে করেনা থেকে সুস্থ হয়ে ওঠেছেন ৭৮ হাজার ১৯০ জন। সক্রিয় রোগীর সংখ্যাও এসে দাঁড়িয়েছে ৭ লক্ষের কাছাকাছি। দেশে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ৭ লক্ষ ২ হাজার ৮৮৭ জন।
মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৩ লক্ষ ৮৮ হাজার ১৩৫ জনে। দেশে করোনায় মোট আক্রান্ত ২ কোটি ৯৯ লক্ষ ৩৫ হাজার ২২১ জন। যাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ২ কোটি ৮৮ লক্ষ ৪৪ হাজার ১১৯।
সুস্থতার হার বেড়েছে ৯৬ শতাংশ। রোজ পাঁচ শতাংশেরও কম হারে সংক্রমণ ঘটছে দেশে। গড়ে আপাতত থাকছে ৩.২২ %। দেশে মোট ভ্যাকসিন নিয়েছেন ২৮ কোটি ৩৬ হাজার ৮৯৮ জন।