সংবাদ শিরোনাম ::
ভারতে করোনার টিকা শুরু, মোদিকে অভিনন্দন শেরিংয়ের
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:১৯:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১ ৩০০ বার পড়া হয়েছে
ভয়েস ডিজিটাল ডেস্ক
ভুটানের প্রধানমন্ত্রী লোতে শেরিং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন। গত শনিবার টুইটারে লোতে বলেন, ‘ভারতে করোনা টিকাদান কর্মসূচি শুরু করার জন্য নরেন্দ্র মোদি ও ভারতের জনগণকে অভিনন্দন জানাতে চাই। আশা করি, এই মহামারিতে যে পরিমাণ কষ্ট আমরা সহ্য করেছি, সেটার দ্রুত সমাধান হবে।’ গতকাল রবিবার ভারতে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।
মোদি দেশবাসীর উদ্দেশে বলেন, “ভারত খুব অল্প সময়ে দুটি ‘মেড ইন ইন্ডিয়া’ টিকা তৈরি করতে সক্ষম হয়েছে।” ভারতের ড্রাগ কন্ট্রোলার জেনারেল চলতি মাসের শুরুর দিকে জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য ‘কোভিশিল্ড’ এবং ‘কোভ্যাক্সিন’ নামের দুটি টিকার অনুমোদন দিয়েছে। সূত্র : আইএএনএস।