ভারতের দখল থেকে ৫ কিলোমিটার নদীপথ উদ্ধার বিজিবি’র
- আপডেট সময় : ০৮:৪৮:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫ ৩৮ বার পড়া হয়েছে
ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনীর (বিএসএফ) দখল থেকে ৫ কিলোমিটার নদীপথ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ঝিনাইদহের মহেশপুরে কোদলা নদীর প্রায় পাঁচ কিলোমিটার সীমান্ত দীর্ঘ সময় বিএসএফ দখল করে রেখেছিলো।
অবশেষে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জোয়ানরা তা উদ্ধার করেছে। এ নদীটি বাংলাদেশের অভ্যন্তর থেকে দক্ষিণ দিকে প্রসারিত হয়ে আনুমানিক মাটিলা এলাকায় প্রায় ৪.৮০ কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ-ভারত সীমান্ত চিহ্নিত করে।
সোমবার (৬ জানুয়ারি) মহেশপুর ৫৮ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহ মো. আজিজুস সহিদ স্থানীয় জনগনের জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময়ে এ তথ্য জানান।
উল্লেখ্য, ১৯৬১ সালে প্রণীত বাংলাদেশ-ভারত (স্টিপ ম্যাপ সিট নম্বর-৫১) মানচিত্র অনুসারে কোদলা নদীর ৪.৮০ কিলোমিটার এলাকা সম্পূর্ণ বাংলাদেশের সীমান্তের শূন্য রেখার অভ্যন্তরে অবস্থিত। স্থানীয় লোকজনের মুখে শোনা যায়, এক সময় এ নদী থেকে প্রচুর মাছ আহরণ করা হতো।
স্বাধীনতার পরে এ এলাকা থেকে অনেকেই সীমান্ত ছেড়ে নিজেদের প্রয়োজনে দেশের অভ্যন্তরে বসবাস শুরু করে। ফলে কোদলা নদীর বাংলাদেশ অংশটুকুতে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আধিপত্য বিস্তার করতে থাকে। একপর্যায়ে তারা সীমান্তে অবস্থিত এ নদীতে বাংলাদেশি নাগরিকদের প্রবেশে বাধা দিতে থাকে।
নদীটি ব্যবহার করা নিয়ে ভারতীয় জনগণ ও বিএসএফ সদস্যদের সঙ্গে প্রায়ই বাংলাদেশি জনগণের ঝগড়া-বিবাদ হতো।
সম্প্রতি নদীর প্রকৃত মালিকানা সংক্রান্ত বিষয়টি ৫৮ বিজিবির নজরে এলে বিজিবি প্রথমে বিভিন্ন নথীপত্র, মানচিত্র থেকে নদীটির অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়।
এরপর ৫৮ বিজিবি অত্যন্ত সাহসিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কোদলা নদীতে নিজেদের দখল প্রতিষ্ঠা করে, হারানো অধিকার ফেরত পায়।