ঢাকা ০৭:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বিশ্ব প্যারা অ্যাথলেটিক্সে ভারতের দীপ্তির নজির

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৬:০৪ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪ ৬৭ বার পড়া হয়েছে

বিশ্ব প্যারা অ্যাথলেটিক্সে ভারতের দীপ্তির নজির

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

সোনা জয়ের সঙ্গে বিশ্বরেকর্ডও গড়লেন ভারতের দীপ্তি জীবনজি। বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে মহিলাদের টি২০ বিভাগে চ্যাম্পিয়ন হলেন দীপ্তি। ৫৫.০৭ সেকেন্ড সময়ে দৌড় শেষ করেছেন দীপ্তি।

রবিবার নিজের হিটে ৫৬.১৮ সেকেন্ড সময়ে দৌড় শেষ করে ফাইনালে উঠেছিলেন দীপ্তি। গড়েছিলেন এশীয় রেকর্ড। তাঁকে ঘিরে তৈরি হয়েছিল পদকের আশা। বিশ্বচ্যাম্পিয়নশিপের ফাইনালে এক দম বিশ্বরেকর্ড গড়ে সোনা জিতলেন তিনি। গত বছর বিশ্বচ্যাম্পিয়নশিপে ৫৫.১২ সেকেন্ডে দৌড় শেষ করে বিশ্বরেকর্ড গড়েছিলেন আমেরিকার ব্রেয়ান্না ক্লার্ক। এক বছরের মাথায় সেই বিশ্বরেকর্ড নিজের দখলে নিয়ে নিলেন ভারতের প্রতিবন্ধী ক্রীড়াবিদ। ফাইনালে ৫৫.১৯ সেকেন্ড সময় করে রুপো জিতেছেন তুরস্কের আইসেল অন্ডার। ৫৬.১৮ সেকেন্ডে দৌড় শেষ করে ব্রোঞ্জ জিতেছেন ইকুয়েডরের লিজ়ানশেলা আনগুল। উল্লেখ্য, টি২০ বিভাগ সেই অ্যাথলিটদের জন্য, যাঁদের বুদ্ধিগত প্রতিবন্ধকতা রয়েছে।

দীপ্তির সোনা ছাড়াও ভারতের ঝুলিতে এসেছে আরও পদক। পুরুষদের ডিসকাস থ্রোয়ের এফ৫৬ বিভাগে রুপো জিতেছেন যোগেশ কাঠুনিয়া। তিনি ৪১.৮০ মিটার দূরত্বে ডিসকাস ছুড়েছেন। শিরদাঁড়ার সমস্যা রয়েছে বা পা বাদ গিয়েছে এমন প্রতিযোগীদের জন্য এফ৫৬ বিভাগ। এই বিভাগের প্রতিযোগীদের হুইল চেয়ারে বসে ডিসকাস ছুড়তে হয়। জীবনজি। বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে এখনও পর্যন্ত ভারতের ঝুলিতে এসেছে একটি সোনা, একটি রুপো এবং দু’টি ব্রোঞ্জ। রবিবার পুরুষদের হাই জাম্পের টি৪৭ বিভাগে রুপো জেতেন নিশাদ কুমার। মহিলাদের টি৩৫ ২০০ মিটার দৌড়ে ব্রোঞ্জ জেতেন প্রীতি পাল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিশ্ব প্যারা অ্যাথলেটিক্সে ভারতের দীপ্তির নজির

আপডেট সময় : ১১:৩৬:০৪ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪

 

সোনা জয়ের সঙ্গে বিশ্বরেকর্ডও গড়লেন ভারতের দীপ্তি জীবনজি। বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে মহিলাদের টি২০ বিভাগে চ্যাম্পিয়ন হলেন দীপ্তি। ৫৫.০৭ সেকেন্ড সময়ে দৌড় শেষ করেছেন দীপ্তি।

রবিবার নিজের হিটে ৫৬.১৮ সেকেন্ড সময়ে দৌড় শেষ করে ফাইনালে উঠেছিলেন দীপ্তি। গড়েছিলেন এশীয় রেকর্ড। তাঁকে ঘিরে তৈরি হয়েছিল পদকের আশা। বিশ্বচ্যাম্পিয়নশিপের ফাইনালে এক দম বিশ্বরেকর্ড গড়ে সোনা জিতলেন তিনি। গত বছর বিশ্বচ্যাম্পিয়নশিপে ৫৫.১২ সেকেন্ডে দৌড় শেষ করে বিশ্বরেকর্ড গড়েছিলেন আমেরিকার ব্রেয়ান্না ক্লার্ক। এক বছরের মাথায় সেই বিশ্বরেকর্ড নিজের দখলে নিয়ে নিলেন ভারতের প্রতিবন্ধী ক্রীড়াবিদ। ফাইনালে ৫৫.১৯ সেকেন্ড সময় করে রুপো জিতেছেন তুরস্কের আইসেল অন্ডার। ৫৬.১৮ সেকেন্ডে দৌড় শেষ করে ব্রোঞ্জ জিতেছেন ইকুয়েডরের লিজ়ানশেলা আনগুল। উল্লেখ্য, টি২০ বিভাগ সেই অ্যাথলিটদের জন্য, যাঁদের বুদ্ধিগত প্রতিবন্ধকতা রয়েছে।

দীপ্তির সোনা ছাড়াও ভারতের ঝুলিতে এসেছে আরও পদক। পুরুষদের ডিসকাস থ্রোয়ের এফ৫৬ বিভাগে রুপো জিতেছেন যোগেশ কাঠুনিয়া। তিনি ৪১.৮০ মিটার দূরত্বে ডিসকাস ছুড়েছেন। শিরদাঁড়ার সমস্যা রয়েছে বা পা বাদ গিয়েছে এমন প্রতিযোগীদের জন্য এফ৫৬ বিভাগ। এই বিভাগের প্রতিযোগীদের হুইল চেয়ারে বসে ডিসকাস ছুড়তে হয়। জীবনজি। বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে এখনও পর্যন্ত ভারতের ঝুলিতে এসেছে একটি সোনা, একটি রুপো এবং দু’টি ব্রোঞ্জ। রবিবার পুরুষদের হাই জাম্পের টি৪৭ বিভাগে রুপো জেতেন নিশাদ কুমার। মহিলাদের টি৩৫ ২০০ মিটার দৌড়ে ব্রোঞ্জ জেতেন প্রীতি পাল।