বিমানের বিশেষ উড়ানে যুক্ত হচ্ছে চীন
- আপডেট সময় : ০৪:১২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১ ১৯৩ বার পড়া হয়েছে
বিমানের টিকেট সংগ্রহের লাইন ছবি সংগ্রহ
ভয়েস ডিজিটাল ডেস্ক
লকডাউনে আন্তর্জাতিক রুটে সকল উড়ান বন্ধ থাকলে বাংলাদেশের প্রবাসীকর্মীদের কর্মস্থলে পাঠাতে বিশেষ উড়ানের ব্যবস্থা করেছে সরকার। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার ও সিঙ্গাপুরে বিশেষ উড়ান চালু রয়েছে। এবার যুক্ত হচ্ছে চীন।
দেশটির দুটি এয়ারলাইন্সের পাশাপাশি বাংলাদেশের এয়ারলাইন্সগুলো চীনে ফ্লাইট পরিচালনা করতে পারবে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রের খবর, ১৭ এপ্রিল থেকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার ও সিঙ্গাপুর প্রবাসীদের জন্য ফ্লাইট চালাতে অনুমতি দেওয়া হয় ১২টি এয়ারলাইন্সকে।
১২ এয়ারলাইন্সের মাধ্যমে পাঁচ দেশে ট্রানজিট হয়ে যাওয়া যাবে অন্য দেশেও। চীনে ট্রানজিট হয়েও অন্যান্য দেশে প্রবাসীরা যেতে পারলেও দেশে ফেরার ক্ষেত্রে সেই সুযোগ নেই। এমন নির্দেশনা জারি করতে যাচ্ছে, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।