বাঙালি বিয়ে দেখতে মার্কিন মুল্লুক থেকে উড়ে আসেন ভিক্টোরিয়া

- আপডেট সময় : ০৩:১৪:০৪ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫ ২৮ বার পড়া হয়েছে
বাঙালি বিয়ে দেখতে মার্কিন মুল্লুক থেকে উড়ে আসেন ভিক্টোরিয়া। তিনি বাংলাদেশের পাবনার একটি বিয়ে অনুষ্ঠানে অংশ নেন। ভিক্টোরিয়া ডেগতারেভা (৩৫) জন্মসূত্রে রাশিয়ান। পেশায় বিউটিশিয়ান। কর্মক্ষেত্র আমেরিকা। শখ বিভিন্ন দেশের খাবারের স্বাদ গ্রহণ ও ঐতিহ্য দেখে বেড়ানো। সুযোগ পেলেই চলে যান বিভিন্ন দেশে। রুশ এই তরুণী শুধু বাঙালি বিয়ের অনুষ্ঠান দেখতে এবার মার্কিন মুল্লুক থেকে উড়ে আসেন পাবনায়।
জেলা শহরের একটি রিসোর্টে বিয়ের অনুষ্ঠানে অতিথিদের নজর কাড়েন ভিক্টোরিয়া। রীতিমতো শাড়ি পরে হইহুল্লোড় করছিলেন তিনি। এর আগে বর-কনের গায়েহলুদ, বিয়েবাড়ির নাচ-গান, বরবরণসহ সব আনুষ্ঠানিকতায় যোগ দিয়েছেন তিনি। খাচ্ছেন বাঙালি খাবার। মুহূর্তেই মিশে যাচ্ছেন সবার সঙ্গে। ঘুমাচ্ছেন বিয়েবাড়ির গণঘরে। এতে বাড়তি আনন্দ যোগ হয়েছে বিয়ের অনুষ্ঠানটিতে।

বিয়েবাড়িতে ভিক্টোরিয়া জানান, তিনি জন্মসূত্রে রাশিয়ান। তার বাবা ও মা রাশিয়াতেই থাকেন। কাজের জন্য ১২ বছর ধরে তিনি থাকেন আমেরিকায়। বেড়াতে ভালো লাগে। বিভিন্ন দেশের খাবার ও ঐতিহ্য সম্পর্কে জানতে ইচ্ছা করে। তাই সুযোগ পেলেই অন্য দেশে বেড়াতে যান। তার সহকর্মী তনিমা ইসলামের ভাইয়ের বিয়ে হচ্ছে। আমেরিকায় কাজের ফাঁকে বিষয়টি জানার পরই তিনি বাংলাদেশে আসার সিদ্ধান্ত নেন।