বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস-২০২০ পদক বিজয়ী বিজিবি’র খেলোয়াড়দের পুরস্কৃত করলেন বিজিবি মহাপরিচালক
- আপডেট সময় : ০৮:০৮:২৯ অপরাহ্ন, বুধবার, ১৪ এপ্রিল ২০২১ ২১৪ বার পড়া হয়েছে
ভয়েস ডিজিটাল ডেস্ক
সীমান্তের অতন্দ্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম, বিজিবিএম (বার), এনডিসি, পিএসসি বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস-২০২০’ এ পদক বিজয়ী বিজিবি’র খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেছেন।
১-১০ এপ্রিল পর্যন্ত বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস অনুষ্ঠিত হয়। উক্ত গেমস এ বিজিবি ৩১ টি ডিসিপ্লিনের মধ্যে ১৩টি ডিসিপ্লিনের খেলায় অংশগ্রহণ করে ১৪টি স্বর্ণ, ১৬টি রৌপ্য এবং ২৬টি তাম্র পদক জিতে বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস-২০২০’ এ সম্মিলিতভাবে ৪র্থ হওয়ার গৌরব অর্জন করে।
উল্লেখ্য, বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস-২০২০’ এ অংশগ্রহন করে বিজিবি’র হ্যান্ডবল দল বাংলাদেশ আনসারকে পরাজিত করে চ্যাম্পিয়ন, কাবাডি দল বাংলাদেশ বিমান বাহিনীকে পরাজিত করে চ্যাম্পিয়ন এবং জুডো দল ২টি স্বর্ণ এবং ১টি রৌপ্য পদক পেয়ে দলগত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
বিজিবি’র কুস্তি দল ৪টি স্বর্ণ, ২টি রৌপ্য এবং ৩টি তাম্র পদক পেয়ে দলগত রানার-আপ এবং বিজিবি’র সাইক্লিং দল ২টি জাতীয় রেকর্ডসহ ২টি স্বর্ণ, ৪টি রৌপ্য এবং ৪টি তাম্র পদক পেয়ে দলগত রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে।
এছাড়া বিজিবি’র তায়কোয়ানডো দল ২টি স্বর্ণ, ৪টি রৌপ্য এবং ৯টি তাম্র পদক, উশু দল ২টি স্বর্ণ, ২টি রৌপ্য এবং ১টি তাম্র পদক, ফেন্সিং দল ১টি রৌপ্য এবং ৫টি তাম্র পদক, বক্সিং দল ১টি রৌপ্য এবং ১টি তাম্র পদক, আরচ্যারী দল ১টি রৌপ্য পদক অর্জন করতে সক্ষম হয় এবং বিজিবি’র ভারোত্তোলন দল ৩টি তাম্র পদক পেয়ে ৩য় স্থান হওয়ার গৌরব অর্জন করে।
পুরস্কার বিতরণের পাশাপাশি বিজিবি মহাপরিচালক খেলোয়াড়দের এই ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতে আরও ভাল ফলাফল অর্জনের বিষয়ে প্রচেষ্টা অব্যাহত রাখার পরামর্শ দেন।