পদ্মায় ফেরি ডুবি, নিখোঁজ ১
- আপডেট সময় : ০৮:১৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪ ১৪৯ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
নয়টি পণ্যট্রাক নিয়ে বুধবার সকালে পদ্মায় একটি ফেরি ডুবে গেছে। এঘটনায় ২০জনকে জীবীত উদ্ধার করা হয়েছে। তবে নিখোঁজ রয়েছে ফেরির ইঞ্জিন চালক হুমায়ুন কবির।
রাজবাড়ির গোয়ালনন্দ থানার দৌলতদিয়া ঘাট থেকে মঙ্গলবার রাত ১টা নাগাদ ফেরিটি মানিকগঞ্জের পাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসে। কিন্তু ঘণ কুয়াশার কারণে মাঝনদীতে আটকে যায়। ভোর চারটা নাগাদ ফেরিতে জল ওঠতে দেখতে পায় যানবাহন চালকরা।
কিন্তু তখন আর কিছুই করার ছিলোনা। সকাল আটটায় যানবাহনসহ পদ্মায় জলে ডুবে যায় ফেরিটি। এ বিষয়ে সংশ্লিষ্ট কতৃপক্ষ বলছে বালুবাহী ব্যাকহেডের ধাক্কায় ফেরিটি ডুবে যায়।
আর কিন্তু নৌ পুলিশের ফরিদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান বলছেন, ফেরিটি দৌলতদিয়া থেকে পাটুরিয়া ঘাটের আসার পথে ডুবোচরে ধাক্কা লেগে তলা ফুটো হয়ে ধীরে ধীরে জল ঢুকে সকাল আটটার দিকে ৯টি ট্রাকসহ ফেরিটি নদীতে ডুবে যায়।
উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তম ঘটনাস্থলে পৌছে উদ্ধার কার্যক্রম শুরু করেছে।