দরিদ্রদের জন্য সাড়ে ১০ কোটি টাকা বরাদ্দ শেখ হাসিনার
- আপডেট সময় : ০৮:২২:৩৮ অপরাহ্ন, বুধবার, ২১ এপ্রিল ২০২১ ১৯৩ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
মাত্র একদিন আগে দু’টি বেসরকারী প্রতিষ্ঠান জরিপের ফলাফল প্রকাশ করে বলেছেন, করোনা ও লকডাউনে নানা পেশার বিশেষ করে নিম্ন আয়ের প্রায় আড়াই কোটি মানুষ দারিদ্র হয়েছে।
গত এক বছরের চিত্র এটি। সংবাদমাধ্যমে এমন খবর প্রকাশের দিনেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দারিদ্র মানুষের জন্য সাড়ে ১০ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন।
প্রধানমন্ত্রীর এই বরাদ্দ করোনা বিস্তার প্রতিরোধে লকডাউনে ক্ষতিগ্রস্ত দরিদ্র, দুস্থ, অসচ্ছল ও ভাসমান মানুষকে সহায়তা প্রদান করা হবে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সংবাদমাধ্যমকে তথ্য জানিয়েছেন।
প্রধানমন্ত্রী সকল জেলা প্রশাসকের অনুকূলে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এই অর্থ বরাদ্দ করেছেন। তিনি আরও বলেন, এই অর্থ জেলাগুলোর জনসংখ্যা এবং ত্রাণের চাহিদার ভিত্তিতে বরাদ্দ করা হয়েছে। স্থানীয় তালিকা অনুসারে তৃণমূলের অভাবগ্রস্তদের ত্রাণ বিতরণ করা হবে।