ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ট্রেনে ফের নাশকতার আগুন, প্রাণ গেল এক যাত্রীর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪ ১৪৪ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

৭ই জানুয়ারি বাংলাদেশের দ্বাদশ নির্বাজন ঘিরে বিরোধী রাজনৈতিক দল ৪৮ ঘন্টার হরতালের ডাক দিয়েছে। শনিবার থেকে এই হরতাল শুরুর আগে শুক্রবার রাতে ঢাকা-বেনাপোল রুটের বেনাপোল এক্সপ্রেসে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে পুড়ে এক যাত্রী প্রাণ হারিয়েছেন। আগুনে দগ্ধ বেশ কয়েকজন।

মৃতের সংখ্যা বাড়তে পারে। শুক্রবার রাত ৯টার পর নাশকতাকারীরা ট্রেনটিতে আগুন ধরিয়ে দেয়। তাতে ট্রেনটির ইঞ্জিনকারসহ বেশ কয়েকটি বগিতে আগুন ছড়িয়ে পড়েছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, গোপীবাগ এলাকায় ট্রেনটিতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে তারা।

ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মাসুদ সারওয়ার জানিয়েছেন, বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি বেনাপোল থেকে ছেড়ে আসে। ট্রেনটি ঢাকা স্টেশনের অদূরে গোপীবাগে পৌঁছালে আগুনের ঘটনা ঘটে। এছাড়া ডেমরা নামক স্থানে একটি বাস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ঢাকার প্রাণ কেন্দ্র সেগুন বাগিচায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এর আগে গত ১৯ ডিসেম্বর ভোরে ঢাকার তেজগাঁও এলাকায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুনে এক নারী ও তাঁর শিশু সন্তানসহ চারজন দগ্ধ হয়ে মারা যান। ওই ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলেছিলেন, যাত্রীবেশে ট্রেনে উঠে আগুন দিয়েছিল দুর্বৃত্তরা।

আজকের ঘটনা নিয়ে ঢাকা রেলওয়ে থানার এসআই আশরাফ হোসেন জানিয়েছেন, রাত ৯টা ৭ মিনিটের দিকে জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে তাঁরা ট্রেনে আগুনের খবর পেয়েছেন। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা গেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ট্রেনে ফের নাশকতার আগুন, প্রাণ গেল এক যাত্রীর

আপডেট সময় : ১০:০৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪

 

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

৭ই জানুয়ারি বাংলাদেশের দ্বাদশ নির্বাজন ঘিরে বিরোধী রাজনৈতিক দল ৪৮ ঘন্টার হরতালের ডাক দিয়েছে। শনিবার থেকে এই হরতাল শুরুর আগে শুক্রবার রাতে ঢাকা-বেনাপোল রুটের বেনাপোল এক্সপ্রেসে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে পুড়ে এক যাত্রী প্রাণ হারিয়েছেন। আগুনে দগ্ধ বেশ কয়েকজন।

মৃতের সংখ্যা বাড়তে পারে। শুক্রবার রাত ৯টার পর নাশকতাকারীরা ট্রেনটিতে আগুন ধরিয়ে দেয়। তাতে ট্রেনটির ইঞ্জিনকারসহ বেশ কয়েকটি বগিতে আগুন ছড়িয়ে পড়েছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, গোপীবাগ এলাকায় ট্রেনটিতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে তারা।

ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মাসুদ সারওয়ার জানিয়েছেন, বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি বেনাপোল থেকে ছেড়ে আসে। ট্রেনটি ঢাকা স্টেশনের অদূরে গোপীবাগে পৌঁছালে আগুনের ঘটনা ঘটে। এছাড়া ডেমরা নামক স্থানে একটি বাস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ঢাকার প্রাণ কেন্দ্র সেগুন বাগিচায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এর আগে গত ১৯ ডিসেম্বর ভোরে ঢাকার তেজগাঁও এলাকায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুনে এক নারী ও তাঁর শিশু সন্তানসহ চারজন দগ্ধ হয়ে মারা যান। ওই ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলেছিলেন, যাত্রীবেশে ট্রেনে উঠে আগুন দিয়েছিল দুর্বৃত্তরা।

আজকের ঘটনা নিয়ে ঢাকা রেলওয়ে থানার এসআই আশরাফ হোসেন জানিয়েছেন, রাত ৯টা ৭ মিনিটের দিকে জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে তাঁরা ট্রেনে আগুনের খবর পেয়েছেন। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা গেছেন।