চট্টগ্রামে অয়েল ট্যাংকারে অগ্নিকাণ্ড নিহত ২
- আপডেট সময় : ১১:১৩:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১ ১৪৯ বার পড়া হয়েছে
পতেঙ্গায় অয়েল ট্যাংকারে অগ্নিকাণ্ড, নিহত ২ছবি: সংগৃহীত
ভয়েস ডিজিটাল ডেস্ক
বাংলাদেশের বন্দরনগরী চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীর ৯ নম্বর জেটির পাশে এমটি ইরামতি নামের একটি অয়েল ট্যাংকারে আগুন লাগার ঘটনায় ২ প্রাণ হারিয়েন।
অপর তিনজন জাহাজের শ্রমিক আবু সুফিয়ান (৪৭), সাহাবুদ্দিন (৬০) ও মনির হোসেন (৩৪) দগ্ধ হন।
বৃহস্পতিবার সকালের দিকে আগুনের ঘটনা। তার কারণ জানাতে পারেননি চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাস।
এই কর্মকর্তা জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের সঙ্গে আগুন নেভানোর কাজে চট্টগ্রাম বন্দরের টাগবোট কাণ্ডারী যুক্ত রয়েছে।
আগুন লাগার কারণ এবং নিহত ব্যক্তিদের পরিচয় জানতে কাজ করছেন তারা।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যে পুলিশের দায়িত্বরত একজন এএসআই শীলব্রত বড়ুয়া সংবাদমাধ্যমকে জানান, আহত অবস্থায় সকাল পৌনে ৯টা নাগাদ তিন ব্যক্তিকে নিয়ে আসা হয়। তারা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ওয়ার্ডে ভর্তি চিকিৎসা নিচ্ছেন।
আহতদের মধ্যে মনির হোসেন নামের একজনের অবস্থা আশঙ্কামুক্ত থাকলেও আবু সুফিয়ান এবং সাহাবুদ্দিনের অবস্থা নাজুক বলে চিকিৎসকরা জানিয়েছেন।