ঘটনাস্থল পুরাতন ঢাকা, কেমিক্যাল গোডাউনে ফের আগুন নিহত ৪

- আপডেট সময় : ১২:১৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১ ১৭৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এবারের ঘটনাও সেই পুরাতন ঢাকায়। ছয়তলা আবাসিক ভবনের নিচতলার অনুমোদহীন কেমিক্যাল গোডাউনে। এঘটনার পর চুরিহাট্টার ভয়াবহ ঘটনার দৃশ্যপট ভেসে ওঠে চোখের সামনে। শুক্রবার ভোররাতে আগুনের সূত্রপাত। ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট। আগুন নেভানোর কাজে ফায়ার সার্ভিসের ১৯টি উঞ্জিন তিনঘন্টারও বেশি সময় চেষ্টার পর ভোরে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ভবনের নিচে আগুন লাগার পর আত্মরক্ষায় বিভিন্ন ফ্ল্যাটের বাসিন্দারা ছাদে আশ্রয় নেন। ফায়ার সার্ভিস কর্মীরা ভবনের জানালা কেটে তাদের উদ্ধার করেন। এর আগে এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন তারা।
এবারের স্থানটি পুরাতন ঢাকার বাবুবাজার ব্রিজ সংলগ্ন আরমানিটোলা খেলার মাঠের পাশে। অগ্নিকাণ্ডের নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে। এদের তিনজনের পরিচয় নিশ্চিত হওয়া গিয়েছে। তারা হচ্ছে, ইডেন কলেজের ছাত্রী সুমাইয়া আক্তার (২২), ভবনের নিরাপত্তা কর্মী ওয়ালীউল্ল্যাহ ও রাসেল। ভবনের ৫ম তলায় মৃত ৪ জনের মধ্যে ২ জনের মরদেহ পাওয়া যায়। ঘটনায় ফায়ার সার্ভিসের তিন কর্মীসহ কমপক্ষে ১৭ জন আহত হয়েছেন।
তাদের একজন দগ্ধ ও কয়েকজন অতিরিক্ত ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছেন। আহতদের রাজধানীর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানানি ফায়ার সার্ভিস। ভবনের নিচতলায় কেমিক্যাল গোডাউন থাকলেও দোতলা থেকে পঞ্চমতলা পর্যন্ত লোকজন বসবাস করতেন।