কুড়ি টাকায় মিলবে জমির পর্চা

- আপডেট সময় : ০৮:৪৬:১৬ অপরাহ্ন, সোমবার, ২৪ মে ২০২১ ২০৩ বার পড়া হয়েছে
ভূমি অফিসের বারান্দায় বারান্দায় মানুষের হয়রানির দিন এখন অতীত। ডিজিটাল বাংলাদেশের বদৌলতে মাত্র কুড়ি টাকায় বাংলাদেশের মানুষদের মিলবে জমির পর্চা।
রেল স্টেশন, বিমানবন্দর, শপিংমলসহ জনসমাগম হয়, এমন স্থানে স্থাপন করা হবে কিয়স্ক (ডিসপ্লেসহ এক ধরনের যন্ত্র)। কিয়স্কে ২০ টাকা ঢুকিয়ে যে কেউ তৎক্ষণাৎ জমির পর্চা বের করে নিতে পারবেন।
এমন ব্যবস্থা প্রচলনের চিন্তা-ভাবনা করছে ভূমি মন্ত্রণালয়। সোমবার সচিবালয়ে এক অনুষ্ঠানে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এতথ্য জানান।
মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ভূমি উন্নয়ন কর, মিউটেশন ফি, খতিয়ান ফিসহ যাবতীয় ফি পরিশোধে একটি ব্যাংক এবং তিনটি মোবাইল ব্যাংকিং সেবা দেয়া প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে ভূমি মন্ত্রক। ভূমিমন্ত্রী এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
তার ভাষায় অনেক ইনোভেটিভ চিন্তা-ভাবনা করছি। চিন্তা করছি কিয়স্ক নিয়ে। বিদেশের বিভিন্ন জায়গায় আছে কিয়স্ক। পর্চা কিয়স্ক থেকে নেয়া যাবে। আমরা বিভিন্ন পাবলিক এরিয়া এবং উপজেলা হেড কোয়ার্টার্সে কিয়স্ক দেব।