কাশ্মীরে সেনা-পুলিসের যৌথ অভিযানে নিহত দুই জঙ্গি

- আপডেট সময় : ০৯:০৫:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জুলাই ২০২১ ২১৩ বার পড়া হয়েছে
জম্মু-কাশ্মীরে জঙ্গিদের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল সেনা ও পুলিস। দীর্ঘ গুলির লড়াইয়ের পরপর নিহত দুই জঙ্গি। আরও কোন জঙ্গি গা ঢাকা দিয়ে রয়েছে কিনা তা দেখতে চলছে সার্চ অপারেশন।
জানা গিয়েছে, জম্মু-কাশ্মীরের বারামুলা জেলার সোপোরের একটি গ্রামে দুই জঙ্গি লুকিয়ে থাকার খবর পান পুলিস ও সেনা জওয়ানরা। এরপরই শুরু হয় অভিযান। প্রথমে চলে সার্চ অপারেশন। জওয়ানদের লক্ষ্য করে হঠাৎই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা।
পালটা জবাব দেয় সেনা। দীর্ঘ গুলির লড়াইয়ের পর প্রথমে নিহত হয় ওয়ারপোরা গ্রামে আত্মগোপন করে থাকা এক জঙ্গি। এরপর মৃত্যু হয় আরও একজনের।
জম্মু-কাশ্মীর পুলিস সূত্রে খবর, উদ্ধার হয়েছে বিপুল অস্ত্র। যার মধ্যে বন্দুক ও কার্তুজ রয়েছে। কাশ্মীর পুলিসের আইজি জানিয়েছেন, নিহত দুই জঙ্গি লস্কর-ই-তইবা সংগঠনের সদস্য। এক জঙ্গির নাম ফায়াজ ওয়ার।
উপত্যকায় একাধিক হামলা ও খুনের ঘটনায় জড়িত রয়েছে এই জঙ্গি। পুলিসের অনুমান কোনও নাশকতার ছকেই ভারতে ঢুকেছিল জঙ্গিরা। ওই এলাকায় আর জঙ্গি আত্মগোপন করে রয়েছে কিনা, তা দেখতে তল্লাশি চালাচ্ছে সেনা ও পুলিস। সূত্র জি২৪ঘন্টা
Two terrorists of proscribed terror outfit LeT neutralized during the Sopore encounter. One of them Fayaz War was involved in several attacks & killings of civilians and security forces personnel. He was the last perpetrator of violence in north Kashmir: IGP Kashmir to ANI pic.twitter.com/4ZVLhbND0n
— ANI (@ANI) July 23, 2021