সংবাদ শিরোনাম ::
করোনায় অর্থনীতি সচল রাখেতে বাংলাদেশকে অতিরিক্ত ৩০ লাখ ডলার ঋণ দিচ্ছে এডিবি
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:০১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২০ ৪৬৪ বার পড়া হয়েছে
ভয়েস ডিজিটাল ডেস্ক
করোনা ভাইরাস মোকাবেলায় এবং অর্থনীতির চাকা সচল রাখতে বাংলাদেশকে অতিরিক্ত ৩০ লাখ মার্কিন ডলার ঋণ সহায়তা দিচ্ছে এশিয়া উন্নয়ন ব্যাংক-এডিবি। এই অর্থ করোনা মোকাবেলায় জরুরী ওষুধ, চিকিৎসা সরঞ্জাম এবং সংক্রামন ঠেকাতে প্রয়োজনী কাঁচামাল সংগ্রহের জন্য দেয়া হচ্ছে বলে জানিয়েছেন, এডিবির আবাসিক প্রতিনিধি মনমোহন প্রকাশ।
এ ঋণের অর্থ জাপান সরকার এডিবির এশিয়া প্যাসিফিক ডিজেস্টার ফান্ডের মাধ্যমে বাংলাদেশকে প্রদান করছে। এর আগে এডিবি বাংলাদেশকে ৩ লক্ষ ৫০ হাজার ডলারের জরুরী চিকিৎসা সরঞ্জাম কেনা এবং ২২ হাজার ৬১৯ জনকে দুর্যোগকালীন পরিস্থিতিতে প্রশিক্ষণের জন্য এককালীন ১৩ লাখ ডলার প্রদান করেছে।