আসছে ২৭ মার্চ পশ্চিমবঙ্গে ভোট শুরু

- আপডেট সময় : ০১:২১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১ ২৭৫ বার পড়া হয়েছে

ভারতের প্রধান নির্বাচন কমিশনার
সুনীল অরোরা ছবি: সংগ্রহ
ভয়েস ডিজিটাল ডেস্ক
আসছে ২৭ মার্চ থেকে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন শুরু হবে। ২৯৪টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে ৮ দফায়। প্রথম দফায় ৩০টি আসনে ভোট হবে। শুক্রবার বিজ্ঞান ভবনে প্রধান নির্বাচন কমিশনার সুনীল অরোরা তফসিল ঘোষণা করেন ।
প্রধান নির্বাচন কমিশনা বলছে, পশ্চিমবঙ্গে প্রথম দফায় ২৭ মার্চ (৩০ আসন), দ্বিতীয় দফায় ভোট ১ এপ্রিল (৩০ আসন), তৃতীয় দফায় ভোট ৬ এপ্রিল (৩১ আসন), চতুর্থ দফায় ভোট ১০ এপ্রিল (৪৪ আসন), পঞ্চম দফায় ভোট ১৭ এপ্রিল (৪৫ আসন), ষষ্ঠ দফায় ভোট ২২ এপ্রিল (৪৩ আসন), সপ্তম দফায় ভোট ২৬ এপ্রিল (৩৬ আসন) ও অষ্টম দফায় অর্থাৎ ২৯ এপ্রিল ভোট (৩৫ আসন) গ্রহণ করা হবে।
সুনীল অরোরা আরও বলেন, পশ্চিমবঙ্গে এ বারে মোট ভোটকেন্দ্র থাকছে ১ লাখ ১ হাজার ৯১৬টি। গত বছরের চেয়ে এবারে ৩১ শতাংশ ভোটকেন্দ্র বাড়ানো হয়েছে। সংবেদনশীল কেন্দ্রগুলিতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হবে। ভোটদানের সময় ১ ঘণ্টা বাড়ানো হবে। ৮ ধাপে নির্বাচন শেষে ২ মে ভোট গণনা হবে।
করোনা ভাইরাসের কারণে বাড়ি বাড়ি গিয়ে প্রচারের সময় একসঙ্গে ৫ জনের বেশি মানুষ একত্রিত হতে পারবেন না। সতর্কতা মেনে সর্বাধিক ৫টি গাড়ি নিয়ে পথসভা করা যাবে। অনলাইন মনোনয়ন জমা দেওয়া যাবে। সশরীরে মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে প্রার্থীর সঙ্গে ২ জন যেতে পারবেন।