আনন্দ ভ্রমণ ঘিরে বিষাদের সুর, হ্রদের জলে ডুবে দুই পর্যটকের মৃত

- আপডেট সময় : ০৯:১২:৪৯ অপরাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০২৩ ২১৭ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক
পর্যটকবাহী ইঞ্জিন বোট ডুবে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। ৫৯ জনকে সুস্থ অবস্থায় উদ্ধার করেছে প্রশাসন। তাদের একজনের অবস্থা আশঙ্কাজনক।
সোমবার সন্ধ্যায় শহরের ডিসি বাংলো এলাকায় পর্যটকরা কাপ্তাই হ্রদে নৌবিহারে বের হন। বিকেলে তাদের বহনকারী বোটটি হ্রদের ডুবে যায়। আশপাশের বিভিন্ন নৌযান, ফায়ার সার্ভিস ও পুলিশের সহযোগিতায় দ্রুত তাদের উদ্ধার করা হয়। জলের নিচে গাছের গুড়ির সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনা।
পর্যপকদের উদ্ধারের পর হাসপাতাল নেওয়া হলে দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহত দুজনের নাম হেনা রাণী বর্মন ও পুষ্প রাণী বর্মন বলে জানিয়েছেন।
পর্যটকদের টিম লিডার জালাল আহমেদ জানিয়ে জয়পুরহাট থেকে ভ্রমণের উদ্দেশ্যে এদিন ভোরে তারা রাঙামাটি পৌছেন। সকাল ১০টার দিকে একটি ইঞ্জিনচালিত বোট ভাড়া করে সুভলং ঘুরে পর্যটন ঝুলন্ত সেতুতে যান।
সেখান থেকে রিজার্ভবাজার ফেরার সময় হ্রদে তাদের বোটটি ডুবে যায়। তাদের চিৎকারে আশপাশের লোকজন এসে আমাদের উদ্ধার করে।
রাঙামাটির সিভিল সার্জন ডা. বিপাশা খীসা জানিয়েছেন, দুজনকে মৃত অবস্থাতেই হাসপাতালে আনা হয়েছিল। আহত তিনজনের মধ্যে একজনের অবস্থা এখনো আশঙ্কামুক্ত নয়। বাকিরা মোটামুটি সকলেই সুস্থ আছেন।
রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন, সন্ধ্যায় ডিসি বাংলো এলাকায় একটি পর্যটকবাহী বোট ডুবে এ দুর্ঘটনাটি ঘটে। এতে দুজন নিহত এবং শিশুসহ ৫৯ জনকে উদ্ধার করা হয়।