ঢাকা ১০:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

Sharmista Biswas : শর্মিষ্ঠা বিশ্বাস-এর নির্বীজকরণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ৪ জুলাই ২০২২ ১২০ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হারিয়ে ফেলেছি বিবেক পুরোনো আকন্দের বনে।

বেগুনি -সাদা যুথবদ্ধ শিবপ্রিয় ফুল,

ওগো ফুল-তুমি তো সেই-ই, শিকড়ে মাটিতে

শিশুরা আনন্দের ধারায় বন্য হয়ে গেলে তুমি ডমরু বাজাও।

তুমি সেই বনমোরগের ঝুঁটি, যেখানে

গাছের ঘুমের ঘোরে জলজ্যান্ত বোধের জগৎ শূন্য হয়ে যায়।

শুন্য কি কেবলই শুন্যই! পূর্ণতা ধেয়ে যায় শুন্যের দিকে।

ওইখানে বোধিসত্ত্ব ছিলাম আমি।

আমার বিবেকের পর্যাপ্ত পরিমাণ ফুল থেকে ফল হয়ে বীজ নয়,

বীজের গোপন রহস্য থেকে পাতায় পাতায়

অলৌকিক বৃষ্টিতে ভিজে যায়। কবেকার গন্ধবহ

আকন্দের বেগুনি গোছার মুকুট,

সেই জানে, সে কার শিরে চেপে চলে যাবে বিবেকের জনঅরণ্যে।

ওগো বিষহরি, মন্ত্র উচ্চারণ করো,

অবিবেকীয় বিষ পিঁপড়ের হুলকে নির্বীজ করতে।

তার পেছনে উন্মত্ত স্রোতস্বিনী। নদীর মধ্যিখানে বিবেকের সানাইবাজাচ্ছে একজন। ওপরে ধ্যানমগ্ন যোগীর মতোই অপলক তাকিয়ে বিবেকের সারগামটা বেধে নিচ্ছে সে। কারণ, এখনই তীব্র সুর তুরবে যে, তাতে  স্রোতস্বিনী যতই  তীব্র হোক সে বাজিয়েই যাবে-এমন একটা সংকল্পে দৃঢ় হচ্ছে তার চোয়াল। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published.

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Sharmista Biswas : শর্মিষ্ঠা বিশ্বাস-এর নির্বীজকরণ

আপডেট সময় : ০৫:৩৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ৪ জুলাই ২০২২

হারিয়ে ফেলেছি বিবেক পুরোনো আকন্দের বনে।

বেগুনি -সাদা যুথবদ্ধ শিবপ্রিয় ফুল,

ওগো ফুল-তুমি তো সেই-ই, শিকড়ে মাটিতে

শিশুরা আনন্দের ধারায় বন্য হয়ে গেলে তুমি ডমরু বাজাও।

তুমি সেই বনমোরগের ঝুঁটি, যেখানে

গাছের ঘুমের ঘোরে জলজ্যান্ত বোধের জগৎ শূন্য হয়ে যায়।

শুন্য কি কেবলই শুন্যই! পূর্ণতা ধেয়ে যায় শুন্যের দিকে।

ওইখানে বোধিসত্ত্ব ছিলাম আমি।

আমার বিবেকের পর্যাপ্ত পরিমাণ ফুল থেকে ফল হয়ে বীজ নয়,

বীজের গোপন রহস্য থেকে পাতায় পাতায়

অলৌকিক বৃষ্টিতে ভিজে যায়। কবেকার গন্ধবহ

আকন্দের বেগুনি গোছার মুকুট,

সেই জানে, সে কার শিরে চেপে চলে যাবে বিবেকের জনঅরণ্যে।

ওগো বিষহরি, মন্ত্র উচ্চারণ করো,

অবিবেকীয় বিষ পিঁপড়ের হুলকে নির্বীজ করতে।

তার পেছনে উন্মত্ত স্রোতস্বিনী। নদীর মধ্যিখানে বিবেকের সানাইবাজাচ্ছে একজন। ওপরে ধ্যানমগ্ন যোগীর মতোই অপলক তাকিয়ে বিবেকের সারগামটা বেধে নিচ্ছে সে। কারণ, এখনই তীব্র সুর তুরবে যে, তাতে  স্রোতস্বিনী যতই  তীব্র হোক সে বাজিয়েই যাবে-এমন একটা সংকল্পে দৃঢ় হচ্ছে তার চোয়াল।