ঢাকা ০৮:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

Poetry and Recitation : কবিতা এবং আবৃত্তি মোড়ানো জীবন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২২:১৩ পূর্বাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০২২ ৩১৪ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবৃত্তি শিল্পী প্রীতি

 

অনিরুদ্ধ

শিল্প-সাহিত্যাঙ্গনের এক শক্তিশালী মাধ্যম আবৃত্তি। অনুভূতি, আবেগ, ভাব, গতি, বিরাম, ছন্দ ইত্যাদির সমন্বিত ও ব্যঞ্জনার প্রকাশই আবৃত্তি। সকল আশঙ্কাকে দূরে সময়ের পীঠ বেয়ে আবৃত্তির প্রসার লাভ করছে। কেউ কেউ ক্লান্ত হয়ে পড়েছেন, আবার কেউ কেউ হাজারো বাধার দেওয়া ডিঙ্গিয়ে, সকল প্রতিকূলতাকে মাড়িয়ে আবৃত্তি নৌকোয় পাল তুলেছেন। তিনি এমনই একজন নিবেদীত প্রাণ সাংস্কৃতিক কর্মী। যিনি আবৃত্তিকে ভালোবাসেন, চর্চা করেন এবং আবৃত্তিকে সঙ্গী করে আগামীর পথে এগিয়ে চলার স্বপ্ন দেখেন।

বিজয়া দশমির সকাল। কয়েকদিনের বৃষ্টির পর মন ভালো করা রোদেলা সকাল। কম্পিউটারে বসে যথারীতি কবিতা আবৃত্তি শুনেই কাজ শুরু করি। আজ শুনছিলাম মানুষ কবিতা। আবেগী কণ্ঠে আবৃত্তিতে ডুব দিয়েছেন বাচিক শিল্পী ‘প্রীতি’। নিরহংকার, প্রকৃতির মত কোমল এবং শতভাগ সাংস্কৃতিক ভুবনের বাসিন্দা। বিনয়ী কণ্ঠে তার উচ্চারণ, আপনাদের আর্শিবাদ নিয়ে চেষ্টা করে চলেছি।

শৈশবে মা-বাবা উৎসাহে আবৃত্তির তরিতে পা রাখা। বিয়ের পর স্বামী শুভ্রজিৎ বাবু সহায়তায় হৃদপিণ্ডে আবৃত্তির প্রসার। সংসার, ছোট্ট মণি আর আবৃত্তি এই নিয়ে প্রীতির স্বাচ্ছন্দ পথ চলা। কোমল প্রকৃতি আর নিজের ইচ্ছে শক্তিকে সঙ্গী করে নিজের অবস্থান মজবুত করে চলেছেন। ‘কবিতা এবং প্রীতির আবৃত্তি ক্লাস’ এরই মধ্যে পাঁচ বছরে পা দিয়েছে।

তারকেশ্বর বাসিন্দা প্রীতির বেশিরভাগ অনলাইনে কবিতার ক্লাস চলে। ভারত-বাংলাদেশ ছাড়াও পৃথিবীর নানা প্রান্তের দুই শতাধিক শিক্ষার্থী যুক্ত রয়েছেন ‘কবিতা এবং প্রীতির আবৃত্তি ক্লাস’ প্রতিষ্ঠানের সঙ্গে।

প্রীতি মনে করেন, যদি কেউ মনে প্রাণ কবিতার চর্চা চালিয়ে যেতে পারেন, তাহলে সেই ব্যক্তির সমৃদ্ধি আসবে। এক্ষেত্রে ভালোবাসা ও সম্মান দুটোই মিলবে। কারো মধ্যে যদি ‘সব জানি’ এবং ‘অহংকার’ থাকে সেক্ষেত্রে আর যাই হোক এ মাধ্যমে তেমন কিছু করতে পারবেন বলে মনে না।

নিউজটি শেয়ার করুন

2 thoughts on “Poetry and Recitation : কবিতা এবং আবৃত্তি মোড়ানো জীবন

  1. Dear,

    I came across voiceekattor.com and wanted to share this great free AI tool.
    With this tool you write content 10 times faster and with much higher conversion rates.
    You can use the tool for free via freeaiwriting.com

    The AI can write blogs, advertising copy, youtube videos and even entire books.
    We would love to hear your feedback.

    Kind regards,
    Bram
    Freeaiwriting.com

আপনার মন্তব্য

Your email address will not be published.

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Poetry and Recitation : কবিতা এবং আবৃত্তি মোড়ানো জীবন

আপডেট সময় : ০৮:২২:১৩ পূর্বাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০২২

আবৃত্তি শিল্পী প্রীতি

 

অনিরুদ্ধ

শিল্প-সাহিত্যাঙ্গনের এক শক্তিশালী মাধ্যম আবৃত্তি। অনুভূতি, আবেগ, ভাব, গতি, বিরাম, ছন্দ ইত্যাদির সমন্বিত ও ব্যঞ্জনার প্রকাশই আবৃত্তি। সকল আশঙ্কাকে দূরে সময়ের পীঠ বেয়ে আবৃত্তির প্রসার লাভ করছে। কেউ কেউ ক্লান্ত হয়ে পড়েছেন, আবার কেউ কেউ হাজারো বাধার দেওয়া ডিঙ্গিয়ে, সকল প্রতিকূলতাকে মাড়িয়ে আবৃত্তি নৌকোয় পাল তুলেছেন। তিনি এমনই একজন নিবেদীত প্রাণ সাংস্কৃতিক কর্মী। যিনি আবৃত্তিকে ভালোবাসেন, চর্চা করেন এবং আবৃত্তিকে সঙ্গী করে আগামীর পথে এগিয়ে চলার স্বপ্ন দেখেন।

বিজয়া দশমির সকাল। কয়েকদিনের বৃষ্টির পর মন ভালো করা রোদেলা সকাল। কম্পিউটারে বসে যথারীতি কবিতা আবৃত্তি শুনেই কাজ শুরু করি। আজ শুনছিলাম মানুষ কবিতা। আবেগী কণ্ঠে আবৃত্তিতে ডুব দিয়েছেন বাচিক শিল্পী ‘প্রীতি’। নিরহংকার, প্রকৃতির মত কোমল এবং শতভাগ সাংস্কৃতিক ভুবনের বাসিন্দা। বিনয়ী কণ্ঠে তার উচ্চারণ, আপনাদের আর্শিবাদ নিয়ে চেষ্টা করে চলেছি।

শৈশবে মা-বাবা উৎসাহে আবৃত্তির তরিতে পা রাখা। বিয়ের পর স্বামী শুভ্রজিৎ বাবু সহায়তায় হৃদপিণ্ডে আবৃত্তির প্রসার। সংসার, ছোট্ট মণি আর আবৃত্তি এই নিয়ে প্রীতির স্বাচ্ছন্দ পথ চলা। কোমল প্রকৃতি আর নিজের ইচ্ছে শক্তিকে সঙ্গী করে নিজের অবস্থান মজবুত করে চলেছেন। ‘কবিতা এবং প্রীতির আবৃত্তি ক্লাস’ এরই মধ্যে পাঁচ বছরে পা দিয়েছে।

তারকেশ্বর বাসিন্দা প্রীতির বেশিরভাগ অনলাইনে কবিতার ক্লাস চলে। ভারত-বাংলাদেশ ছাড়াও পৃথিবীর নানা প্রান্তের দুই শতাধিক শিক্ষার্থী যুক্ত রয়েছেন ‘কবিতা এবং প্রীতির আবৃত্তি ক্লাস’ প্রতিষ্ঠানের সঙ্গে।

প্রীতি মনে করেন, যদি কেউ মনে প্রাণ কবিতার চর্চা চালিয়ে যেতে পারেন, তাহলে সেই ব্যক্তির সমৃদ্ধি আসবে। এক্ষেত্রে ভালোবাসা ও সম্মান দুটোই মিলবে। কারো মধ্যে যদি ‘সব জানি’ এবং ‘অহংকার’ থাকে সেক্ষেত্রে আর যাই হোক এ মাধ্যমে তেমন কিছু করতে পারবেন বলে মনে না।