কারিমা আক্তার
`বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পর তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শিতায় বাংলাদেশ আজ বিশ্ব দরবারে মর্যাদার আসনে’
বিশেষ প্রতিনিধি, ঢাকা
সমাজের পিছিয়ে থাকা মানুষের কল্যাণে নিবেদীত কারিমা আক্তার। একাধারে কর্মজীবী ও দুস্থ শিশুদের লেখাপড়ার উদ্যোগ নেওয়া, সমাজে পিছিয়ে পড়া নারীদের সচেতন করে তোলা এবং রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। কারিমা আক্তার বেসরকারী আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এডুকেশন এন্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এডুকো) শ্যামপুর স্কুলের সভাপতি এবং স্থানীয় মহিলা আওয়ামী লীগের সভাপতি ছাড়াও শ্যামপুর সুস্থ নারী-শিশু কল্যাণ সংস্থার সভানেত্রী কারিমা আক্তার।
তিনি আজীবন মানুষের কল্যাণে কাজ করে যেতে চান। কারিমা বলেন, বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পর তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শিতায় বাংলাদেশ আজ বিশ্ব দরবারে মর্যাদার আসনে।
শিক্ষা আলো ছড়ানো থেকে শুরু করে, স্বাস্থ্য, যোগাযোগ ছাড়াও অহংকারের স্যাটেলাইট এবং জলের তলায় সাবমেরিন সমৃদ্ধ বাংলাদেশ শেখ হাসিনার হাত ধরেই। পদ্মা সেতু দুনিয়ার সামনে এক মাইল ফলক হয়ে থাকবে।
কারিমা আক্তারের ইচ্ছা আগামীতে এলাকার সুস্থ নারী ও শিশুদের কল্যাণে কাজ করে যাওয়া। এজন্য সকলের সহযোগিতা প্রত্যাশা করে বলেন, সম্মিলিত প্রচেষ্টাই সমৃদ্ধ আগামী। সকল ভেদাভেদ ভুলে বাংলাদেশের উন্নয়নে কাজ করাটাই মুখ্য হওয়া উচিৎ। আমাদের মনে রাখতে হবে, বাংলাদেশের উন্নয়ন আমাদের উন্নয়ন তথা সকলের উন্নয়ন।
এলাকার গণ্যমান্য নেতৃবৃন্দের পাশাপাশি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপসের নেতৃত্বে আগামীতে শ্যামপুরে তার দায়িত্ব পালনে অবিচল থাকবেন জানালেন কারিমা আক্তার।