BHOLA FISH : প্রতি মণ সাড়ে ৬ লাখ টাকা, একমাছ বিক্রিতেই সাড়ে ৪ লাখ টাকা!

- আপডেট সময় : ০৯:৫৫:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১ ২৬০ বার পড়া হয়েছে
ছবি: সংগৃহিত
এক মাছ বিক্রি করেই কয়েক মাসের আয় করলেন মৎস্যজীবীরা। মাছটির ওজন ২৮ কেজি। আর তা বিক্রি হলো সাড়ে ৪ লাখ টাকায়! মাছের মধ্যে এটিই মাছটিই সম্ভবত সবচেয়ে দামি। প্রতি
মণ ৬ লাখ ৬১ হাজার টাকা। সেই হিসেব মতে ২৮ কেজির ভোলা (BHOLA FISH) মাছটি বিক্রি হলো ৪ লাখ ৬২ হাজার ৭০০ টাকায়!
বঙ্গোপসাগরে বাংলাদেশি মৎস্যজীবীদের জালে ধরা পড়েছে ২৮ কেজি ওজনের একটি ভোলা মাছ। শনিবার অপরাহ্নে বাংলাদেশের বঙ্গোপসাগরের তীরবর্তী এলাকা এবং ইলিশ মাছের
অন্যতম আড়ত পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে এ ভোলা মাছটি ক্রয় করেন খুলনার মৎস্য পাইকার মো. জুয়েল আহম্মেদ।
আড়তদার ও ট্রলার মালিক মাছুম কোম্পানির মালিকানাধীন এফবি আলাউদ্দিন হাফিজ-৪ ট্রলারের মাঝি আবু জাফর বলেন, বৃহস্পতিবার গভীর সমুদ্রে জাল ফেলার সঙ্গে সঙ্গেই জাল টানাটানি শুরু করে।
অভিজ্ঞ মৎস্য শিকারির মনে হয়েছে বড় কোন মাছ আটকে পড়েছে। তারপর জাল টানতেই বড় ভোলা মেলে। এরপর সময় নষ্ট না করে দ্রুত ঘাটে ফিরে আসেন। মাছটি খোলা বাজারে নিলামে
তোলা হয় এবং তা ৬ লাখ ৬১ হাজার প্রতি মণ দরে ২৮ কেজি মাছ ৩ লাখ ৬২ হাজার ৭০০ টাকায় বিক্রি করা হয়।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরীর ভাষায়, খুবই মেলে ভোলা মাছ। মূলত এ মাছের চাহিদা অনেক বেশি।