ছবি বিজিবি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর রেজুপাড়া বিওপি’র সদস্যরা মায়ানমার সীমান্তবর্তী এলাকায় বিশেষ আভিযান চালিয়ে ৩ কোটি টাকা মূল্যের ১ লাখ পিস ইয়াবাসহ নাছির উদ্দিন (৩৯) নামের এক ব্যক্তিকে আটক করছে।
বিজিবি’র তরফে এক বিজ্ঞপ্তি বলা হয়, উখিয়া উপজেলাধীন ২নং রত্নাপালং ইউপি’র করইবুনিয়া নামক স্থানে জনৈক নাছির উদ্দিনের খামার বাড়িতে তল্লাশি চালিয়ে মাদক কারবারী নাছির উদ্দিন (৩৯), পিতা চেহের আলি, গ্রাম-করইবুনিয়া, পোস্ট-চাকবৈঠা, থানা-উখিয়া, জেলা-কক্সবাজারকে করে। এসময় অপর ৪ জন পলাতক রয়েছে।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) ১ জানুয়ারি থেকে ৮ মে পর্যন্ত চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে একশ’ সাত কোটি আঠার লক্ষ পঁচিশ হাজার ছয়শ’ টাকার পয়ত্রিশ লক্ষ বাহাত্তর হাজার সাতশত বায়ান্ন পিস বার্মিজ ইয়াবা এবং সত্তর কোটি দশ লক্ষ টাকা মূল্যের ১৪ কেজি ২০ গ্রাম ক্রিস্টাল মেথ আইসসহ সর্বমোট একশ’ সাতাত্তর কোটি আটাশ লক্ষ পঁচিশ হাজার ছয়শ’ টাকা মূল্যের মাদকদ্রব্য এবং জড়িত ৪১ জনকে আটক করছে।